iPhone 14 সিরিজ হবে সেলফি লাভারদের সেরা পছন্দ, থাকবে ৬টি লেন্স

Update: 2022-06-14 05:53 GMT

মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple) তাদের নিয়মমতো চলতি বছরের শেষার্ধে আপকামিং iPhone 14 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজে iPhone 14, iPhone 14 Pro, iPhone 14 Pro Max এবং iPhone 14 Max-এই চারটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।লাইনআপটি বাজারে আসতে এখনও বেশ কিছু মাস বাকি থাকলেও, যথারীতি আইফোন অনুরাগীদের মধ্যে এই হ্যান্ডসেট গুলি নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। জানা গেছে সিরিজের Pro এবং Pro Max মডেলগুলির ফ্রন্ট ক্যামেরার জন্য একটি নতুন পিল আকৃতির কাট আউট এবং একটি পাঞ্চ-হোল কাটআউট দেখতে পাওয়া যাবে। এটিকে সংস্থার একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে, কেননা এই প্রথমবার আইফোনে চিরাচরিত বক্সি নচ ডিজাইন এর পরিবর্তে আধুনিক পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন ব্যবহার করা হবে। আর শুধু তাই নয়, Pro মডেলগুলিতে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ বেশকিছু কিছু বড় পরিবর্তনও পরিলক্ষিত হবে বলে মনে করা হচ্ছে৷ আবার এখন এক পরিচিত অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক জানিয়েছেন যে, সংস্থা আসন্ন iPhone 14 সিরিজের ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও কিছু আপগ্রেডেশন আনবে। এগুলিতে অটো-ফোকাস সাপোর্ট করবে বলে দাবি করা হচ্ছে।

iPhone 14 সিরিজে এবার উন্নত ফ্রন্ট ক্যামেরা

বিশ্লেষক মিং-চি কুও সম্প্রতি একটি রিপোর্টে জানিয়েছেন যে, নতুন আইফোনে বিভিন্ন আপগ্রেডেশনের পাশাপাশি এর ফ্রন্ট ক্যামেরাতেও কিছু উন্নতি করা হবে৷ বিশ্লেষকের মতে, আইফোন ১৪ সিরিজের সমস্ত ডিভাইসই অটো-ফোকাস সাপোর্ট সহ আসবে। এর ফলে এই হ্যান্ডসেটগুলিতে ফিক্সড-ফোকাসের সাথে আসা পূর্ববর্তী/বর্তমান প্রজন্মের আইফোনগুলির তুলনায় আরও তীক্ষ্ণ ছবি এবং ভিডিও পাওয়া যাবে।

এছাড়া কুও জানিয়েছেন যে, আইফোন ১৪ সিরিজের ডিভাইসে এফ/১.৯ অ্যাপারচারের সাথে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি ৬পি (6P) লেন্স সেটআপও থাকবে। ৬পি এর অর্থ হল, ক্যামেরাটিতে লেন্সের ছয়টি টুকরো থাকবে যাতে লেন্সে প্রবেশ করা আলোর বিকৃতি কমানো যায়। পূর্বসূরি আইফোন ১৩ সিরিজের এফ/২.২ অ্যাপারচারের থেকে বড় এফ/১.৯ অ্যাপারচারটি ক্যামেরায় আরও আলো প্রবেশ করতে দেবে। এর ফলে আরও তীক্ষ্ণ এবং উজ্জ্বল ছবি ও ভিডিও আউটপুট পাওয়া যাবে।

উল্লেখ্য, ফ্রন্ট ক্যামেরায় আসা সমস্ত পরিবর্তন বিবেচনা করে, আশা করা যায় iPhone 14 সিরিজে কিছু উল্লেখযোগ্য মানের উন্নতি দেখতে পাওয়া যাবে। এই লাইনআপটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News