সেপ্টেম্বরে আসছে iPhone 14 সিরিজ, শুরু হয়ে গেল ট্রায়াল প্রোডাকশন
Apple-এর iPhone সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিকে নিয়ে সারা বিশ্বের স্মার্টফোন অনুরাগীদের উন্মাদনায় কখনও ঘাটতি দেখা যায়না। এই মার্কিন প্রযুক্তি সংস্থাটি প্রতিবছর সেপ্টেম্বর মাস নাগাদ তাদের পরবর্তী প্রজন্মের আইফোনগুলি উন্মোচন করে থাকে। গত বছর সেপ্টেম্বরেও সেই একই নিয়মে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে iPhone 13 সিরিজটি। তাই এবছর এখনও অ্যাপলের তরফে আসন্ন iPhone 14 সিরিজের লঞ্চ সম্পর্কে কোনও ঘোষণা করা না হলেও, আশা করা যায় সেপ্টেম্বরের মাঝামাঝিতেই নেক্সট জেনারেশনের iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max - হ্যান্ডসেটগুলি ক্রেতাদের হাতে পৌঁছাবে। এই সিরিজটি সম্পর্কে ইতিমধ্যেই বহু তথ্য প্রকাশ্যে এসেছে। এখন আবার একটি নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, Apple iPhone 14-এর ট্রায়াল উৎপাদনও শুরু হয়ে গিয়েছে এবং আগস্টেই এর গণ উৎপাদন শুরু করার পরিকল্পনা করছে সংস্থা। প্রসঙ্গত, অ্যাপলের আপকামিং স্মার্টফোনগুলির প্রাথমিক বিক্রি iPhone 13-এর তুলনায় অনেকটাই বেশি হবে বলে দাবি করা হচ্ছে।
শুরু হয়ে গেল Apple iPhone 14- এর ট্রায়াল প্রোডাকশন
আইটি হোম (ITHome)-এর একটি সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, অ্যাপল তাদের নতুন আইফোন ১৪-এর ট্রায়াল প্রোডাকশন শুরু করেছে এবং সংস্থাটি আগামী মাসে অর্থাৎ আগস্টেই এই মডেলগুলির গণ উৎপাদনও শুরু করার পরিকল্পনা করছে। মার্কিন সংস্থাটি তাদের সরবরাহকারীদের জানিয়েছে যে, আইফোন ১৪-এর প্রাথমিক বিক্রি পূর্বসূরি আইফোন ১৩-এর চেয়ে বেশি হবে৷
এদিকে অ্যাপল প্রধানত হাই-এন্ড স্মার্টফোনের মার্কেটকেই উদ্দেশ্য করে তাদের ডিভাইসগুলি লঞ্চ করে থাকে এবং তাই বিশ্লেষকরা বিশ্বাস করেন যে, বর্তমানে জ্বালানির মতো গুরুত্বপূর্ণ পণ্যের মূল্যস্ফীতি অ্যাপলের তুলনামূলকভাবে সমৃদ্ধ ইউজার বেসের ওপর প্রভাব কম ফেলবে। আইটি হোম আরও জানিয়েছে যে, সামগ্রিক স্মার্টফোনের চাহিদা কমে যাওয়া সত্ত্বেও, জুলাই মাসে আইফোনের বিক্রি যথেষ্ট ভালো ছিল। যদিও তারা দাবি করে যে, যেহেতু গ্রাহকরা সেপ্টেম্বরের নতুন মডেলের জন্য অপেক্ষা করে থাকেন, তাই সাধারণত জুলাই এবং আগস্টে আইফোনের বিক্রি ধীর হয়ে যায়।
উল্লেখ্য, iPhone 14 সিরিজটি আগামী ১৩ সেপ্টেম্বর লঞ্চ হবে বলে জানা গেছে। এক টিপস্টার দাবি করেছেন, iPhone 14 এবং iPhone 14 Pro ৬.১ ইঞ্চির ডিসপ্লে এবং iPhone 14 Max এবং iPhone Pro Max মডেলগুলি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে প্যানেলের সাথে আসবে। প্রো মডেলগুলিতে আপগ্রেডেড ৪৮ মেগাপিক্সেলের সেন্সরের কারণে একটি বড় ক্যামেরা বাম্প দেখা যাবে বলেও জানা গেছে।