iQOO 10 আসছে 12 জিবি র‌্যাম ও Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে, দেখা গেল Geekbench-এ

Update: 2022-07-15 11:57 GMT

চলতি বছরের শুরুতেই স্মার্টফোন ব্র্যান্ড আইকো চীনের বাজারে লঞ্চ করে তাদের বর্তমান প্রজন্মের iQOO 9 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। তারপর গ্লোবাল মার্কেটেও এই লাইনআপের ডিভাইসগুলি উন্মোচন করেছে আইকো। বর্তমানে এই সিরিজের উত্তরসূরি হিসেবে লেটেস্ট iQOO 10 সিরিজটি দেশীয় বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। এই আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপে স্ট্যান্ডার্ড iQOO 10-এর পাশাপাশি iQOO 10 Pro এবং iQOO 10 Legend BMW Edition হ্যান্ডসেটগুলিও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। সম্প্রতি iQOO 10 Pro মডেলটি গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছিল। এখন আবার বেস মডেল অর্থাৎ iQOO 10-কে এই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে স্পট করা হয়েছে। চলুন গিকবেঞ্চের তালিকা থেকে এই আপকামিং আইকো স্মার্টফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

iQOO 10-কে দেখা গেল GeekBench-এর ডেটাবেসে

V2217A মডেল নম্বর সহ একটি আইকো হ্যান্ডসেট গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে, আর এই মডেল নম্বরটি আইকো ১০ ফ্ল্যাগশিপ ফোনটির সাথে যুক্ত বলে জানা গেছে। সাইটের তালিকাটি নিশ্চিত করেছে যে, এই নতুন ডিভাইসটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ-টি যুক্ত থাকবে। এছাড়াও গিকবেঞ্চ তালিকাটি থেকে জানা গেছে যে, এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে এবং কমপক্ষে ১২ জিবি র‍্যাম অফার করবে। অন্যদিকে, আইকো ১০ গিকবেঞ্চ ৪-এর সিঙ্গেল কোর টেস্টে ৭,৩১৫ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ১৭,৮১০ পয়েন্ট অর্জন করতে সফল হয়েছে।

প্রসঙ্গত, উল্লেখিত তথ্যগুলি ছাড়া গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটের তালিকাটি iQOO 10 সম্পর্কে আর কিছু প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক বেশ কিছু রিপোর্ট এবং সূত্র মারফৎ জানা গেছে যে, এই ফোনটি ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ হাই-রিফ্রেশ রেট অফার করবে। ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউটও অন্তর্ভুক্ত থাকবে। আর iQOO 10-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই আইকো ডিভাইসটি ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এই নয়া ফ্ল্যাগশিপ লাইনআপটি আগামী ১৯ জুলাই চীনের বাজারে উন্মোচিত হবে বলে জানা গেছে।

Tags:    

Similar News