iQOO 10 ট্রিপল রিয়ার ক্যামেরা ও Snapdragon 8+ Gen 1 প্রসেসর সহ আসছে, সামনে এল ছবি

By :  SUPARNA
Update: 2022-07-14 13:49 GMT

আগামী ১৯শে জুলাই iQOO 10 স্মার্টফোন সিরিজের উপর থেকে পর্দা সরানো হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে iQOO। একই সাথে জানা গিয়েছে, Vivo এর এই সাব-ব্র্যান্ডের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপের অধীনে iQOO 10 এবং iQOO 10 Pro নামের দুটি মডেল আত্মপ্রকাশ করবে চীনে। এখন আবার iQOO 10 -এর প্রথম অফিসিয়াল লুক উন্মোচন করলো সংস্থাটি। অফিসিয়াল রেন্ডারে, এই হ্যান্ডসেটকে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Vivo বিকশিত V1+ ইমেজিং চিপ সহ দেখা গেছে। আর ফোনটি ডুয়াল-টোন ডিজাইনের সাথে আসবে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য, এই ফোনটি চীনের 'King Pro League' বা KPL গেমস ই-স্পোর্টস ইভেন্টের অফিসিয়াল গেমিং মেশিন হতে চলেছে বলে প্রচার করছে iQOO। অন্যদিকে একজন জনপ্রিয় টিপস্টারের হাত ধরে iQOO সিরিজের বেশ কয়েকটি কী-ফিচার ফাঁস হয়েছে অনলাইনে। যেখানে দাবি করা হয়েছে যে, iQOO 10 সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট থাকবে

iQOO 10 স্মার্টফোনের অফিসিয়াল রেন্ডার প্রকাশ্যে আনলো সংস্থা

চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো (Weibo) -তে আইকো তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের অফিসিয়াল রেন্ডার শেয়ার করেছে। সদ্য প্রকাশিত পোস্ট থেকে জানা গেছে যে, আইকো ১০ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি KPL 2022 ই-স্পোর্টস ইভেন্টের অফিসিয়াল গেমিং মেশিন হবে। আবার অফিসিয়াল রেন্ডারে আসন্ন এই হ্যান্ডসেটকে BMW মোটরস্পোর্ট-অনুপ্রাণিত শেডে দেখা গেছে এবং এর ব্যাক প্যানেলে তিন ভিন্ন রঙের স্ট্রিপ ফিনিশিং ডিজাইন লক্ষণীয়। আবার পূর্বসূরিদের মতো এতে একটি নীল রঙের পাওয়ার বোতামও দেওয়া হয়েছে৷ iQOO 10 ফোনটি সরু বেজেল পরিবেষ্টিত একটি পাঞ্চ-হোল ডিজাইনের ডিসপ্লে এবং ভিভোর নিজস্ব V1+ ইমেজিং চিপ ও ৪০এক্স ডিজিটাল জুম টেকনোলজি সমর্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এছাড়া পোস্টারে ফোনের রিয়ার প্যানেলের একদম নিচে আইকো ব্র্যান্ডিং লোগোও দেখা গেছে৷

iQOO 10 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার (Yogesh Brar) সম্প্রতি একটি টুইটে আসন্ন আইকো ১০ স্মার্টফোনের কিছু মুখ্য স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস করেছেন। টিপস্টারের দাবি অনুসারে, এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিনওএস (OriginOS) দ্বারা চালিত হবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস E5 AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। আইকো ১০ সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলটি ৮ জিবি/১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ বিকল্পে আসবে বলেও উল্লেখ করা হয়েছে টুইটে।

ছবি তোলার জন্য এই হ্যান্ডসেটে হয়তো ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। এই ক্যামেরাগুলি - ৫০ মেগাপিক্সেল Samsung GN5 সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর হতে পারে। আবার সেলফি তোলার জন্য, iQOO 10 -কে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সরের সাথে নিয়ে আসা হতে পারে। স্মার্টফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত আইকোর ঘোষণা অনুসারে, আপকামিং iQOO 10 সিরিজকে ১৯শে জুলাই ভারতীয় সময় অনুসারে বিকেল ৫টা নাগাদ চীনে লঞ্চ করা হবে।

Tags:    

Similar News