5 বছর পর মোবাইল ফোনে ফিরছে এই ফিচার, কোন কোম্পানির স্মার্টফোনে বলতে পারবেন?

Update: 2024-08-19 08:31 GMT

আইকিউ চীনা বাজারে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ, iQOO 13 স্মার্টফোনটি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটি চলতি বছরের নভেম্বরে এদেশে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে স্ট্যান্ডার্ড মডেলটির সাথে "Pro" ভ্যারিয়েন্ট চালু করার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। তাই, iQOO 13 হ্যান্ডসেটে এমন বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা হবে, যা আপাতত বাতিল করা Pro মডেলে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছিল। iQOO 13 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে অনেক বিবরণ ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আর এখন এক টিপস্টারের সৌজন্যে ডিভাইসটির ডিজাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। কি কি জানা গেছে, আসুন দেখে নেওয়া যাক।

iQOO 13 একটি হালকা স্ট্রিপ ডিজাইন থাকতে পারে

নির্ভরযোগ্য চীনা টিপস্টার দাবি করেছেন যে, আসন্ন আইকিউ 13 মডেলের পিছনে একটি লাইট স্ট্রিপ থাকতে পারে। প্রসঙ্গত, কোম্পানি ২০১৯ সালে লঞ্চ হওয়া প্রথম প্রজন্মের আইকো স্মার্টফোনে একটি লাইট-স্ট্রিপ ডিজাইন অফার করেছিল। আসল ডিজাইনে গ্লাস ব্যাক প্যানেলের প্রায় ১ মিলিমিটার গভীরে একটি লাইট পাথ এচিং করা ছিল, যাতে লাইট স্ট্রিপটি আলোতে উজ্জ্বল হতে পারে। এই পদ্ধতিটি সেই সময়ে বেশ আকর্ষণীয় ছিল, এমনকি আইকো সফ্টওয়্যারের মধ্যে অতিরিক্ত ‘লাইট অ্যান্ড শ্যাডো’ এফেক্টগুলিকে লাইট স্ট্রিপের পরিপূরক করার ফলে, এর সামগ্রিক দেখার আবেদনও বৃদ্ধি পায়।

আইকিউ ধীরে ধীরে তাদের স্মার্টফোন থেকে লাইট স্ট্রিপটিকে বাদ দেয়। তবে, এখন মনে করা হচ্ছে যে ব্র্যান্ডটি আসন্ন আইকিউ 13 মডেলে লাইট স্ট্রিপটি আবার ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। এটি হাই-পারফরম্যান্স, গেমিং-ভিত্তিক স্মার্টফোনগুলির ক্ষেত্রে ব্র্যান্ডের মূলে ফিরে আসার দিকে ইঙ্গিত দিচ্ছে। গত বছর লঞ্চ হওয়া আইকিউ 12 ফোনে একটি স্কয়ারিকল ক্যামেরা মডিউল ছিল। বর্তমানে, কোম্পানি আইকিউ 13 হ্যান্ডসেটে একই ডিজাইন অফার করবে কিনা, সে বিষয়ে কোনও স্পষ্টতা নেই।

iQOO 13 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

iQOO 13 সম্পর্কিত রিপোর্টগুলি ইঙ্গিত দিয়েছে যে, এতে বিওই (BOE) দ্বারা নির্মিত একটি ফ্ল্যাট ওলেড প্যানেল থাকবে, যা 2কে রেজোলিউশন, একটি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে৷ ডিভাইসটিতে Qualcomm Snapdragon 8 Gen 4 চিপ এবং ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

ফোনটির পিছনের দিকে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। ডিভাইসটিতে আইপি68-রেটেড চ্যাসিস, একটি মেটাল মিডল ফ্রেম এবং একটি গ্লাস ব্যাকও থাকবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News