অসাধারণ ছবি তোলার ক্ষমতা রাখবে iQOO Neo 7, ক্যামেরা পারফরম্যান্স প্রকাশ করল সংস্থা

By :  techgup
Update: 2022-10-09 06:05 GMT

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো (iQOO) শীঘ্রই তাদের Neo সিরিজের অধীনে একটি স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে, কোম্পানিটি এমাসের শেষের দিকেই নতুন iQOO Neo 7 সিরিজটির ওপর থেকে পর্দা সরাতে পারে। হ্যান্ডসেটটি প্রাথমিকভাবে হোম মার্কেট চীনে আত্মপ্রকাশ করবে, আর এবছরের শেষের দিকে এটি ভারতের বাজারেও লঞ্চ হতে পারে। আইকোর তরফ থেকে এই বিষয়ে জানার জন্য যখন অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন, তখনই কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার সোশ্যাল মিডিয়ায় iQOO Neo 7-এ তোলা একটি ছবি শেয়ার করেছেন। অন্যদিকে, একটি সূত্র মারফৎ ডিভাইসটির লাইভ ইমেজও প্রকাশ্যে এসেছে। ছবিটি Neo 7-এর রিয়ার প্যানেলের রঙ এবং ক্যামেরা মডিউলের ডিজাইনটি প্রদর্শন করেছে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ফাঁস হল iQOO Neo 7-এর ডিজাইন

আইকো নিও ৭ হবে ভিভোর এই জনপ্রিয় সাব-ব্র্যান্ডটির একটি নতুন প্রিমিয়াম স্মার্টফোন। ডিভাইসটি শীঘ্রই চীনে লঞ্চ হবে, এরপরে এটি অন্যান্য বাজারেও আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। তবে লঞ্চের তারিখ ঘোষণার আগেই এবার, কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার নিও ৭ ৫জি-এর রিয়ার ক্যামেরা দিয়ে তোলা একটি ছবি তার নিজস্ব ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। নমুনা ছবিটি নিও ৭-এর লো লাইট ক্যামেরা পারফরম্যান্সকে হাইলাইট করে।

অন্যদিকে, একটি লাইভ সম্প্রচারের সময় জনপ্রিয় চীনা গায়ক ঝো শেন আসন্ন আইকো নিও ৭ ৫জি-এর লাইভ ইমেজ ফাঁস করেছেন। ছবিটি ফোনের ব্লু কালার ভ্যারিয়েন্টের রিয়ার ডিজাইন প্রদর্শন করেছে। এই ডিভাইসের ব্যাক প্যানেলটি ফ্রেমের দিকে কার্ভ তৈরি করেছে, আর ফ্রেমের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি দেখা গেছে। আইকো নিও ৭-এর ক্যামেরা মডিউলটি বর্গাকার কিন্তু সেন্সর কাটআউট ছবিতে দৃশ্যমান নয়। শোনা যাচ্ছে, হ্যান্ডসেটটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ভি প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের পোট্রেট টেলিফটো ক্যামেরা থাকবে।

উল্লেখ্য, পূর্ববর্তী রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, iQOO 7 মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর দ্বারা চালিত হবে। এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির বা ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে থাকবে। আশা করা যায়, Neo 7-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে বিবেচনা করে, এই ফোনটি সম্পর্কে আগামী দিনে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News