iQOO Neo 7 হবে মিড রেঞ্জের সেরা বাজি, Dimensity 9000+ প্রসেসরের সাথে শীঘ্রই বাজারে এন্ট্রি নিচ্ছে
গত এপ্রিলে শোনা গিয়েছিল iQOO একটি Dimensity প্রসেসর চালিত স্মার্টফোনের উপর কাজ করছে। পরের মাসে একটি রিপোর্টে দাবি করা হয় যে, এটি Mediatek Dimensity 9000+ প্রসেসর সহ আসবে এবং ফোনটি iQOO 10 সিরিজের অংশ হবে। তবে এখন জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, এই ফোনটি Neo সিরিজের অধীনে বাজারে আসবে। যদিও তিনি ফোনটির নাম বলেননি, তবে এটি iQOO Neo 7 নামে লঞ্চ হতে পারে।
পাশাপাশি টিপস্টার ইঙ্গিত দিয়েছেন যে, আসন্ন ফোনে iQOO 10 এর মতো স্পেসিফিকেশন দেখা যাবে, যেটি গতমাসে চীনে লঞ্চ হয়েছে। তবে iQOO 10 যেখানে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের সাথে এসেছে, সেখানে iQOO Neo 7 ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট। আইকো যদিও তাদের নয়া নিও সিরিজের ফোনের লঞ্চের সময় ঘোষণা করেনি, তবে এটি সেপ্টেম্বর নাগাদ বাজারে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আইকো নিও ৭ সম্ভাব্য স্পেসিফিকেশন (iQOO Neo 7 expected specifications)
আইকো নিও ৭ ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যেতে পারে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আইকো নিও ৭ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২এক্স জুম সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।
IQOO Neo 7 ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসর। এটি ১২ জিবি পর্যন্ত র্যাম (LPDDR5) ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দা বক্স আসবে।