iQOO Z6, iQOO Z6x লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল, ফাঁস কালার এবং স্টোরেজ ভ্যারিয়েন্টের তথ্য

By :  techgup
Update: 2022-08-19 15:07 GMT

চলতি মাসেই iQOO Z6 সিরিজ চীনে লঞ্চ হতে পারে। এই সিরিজের অধীনে দুটি ফোন আসতে পারে - iQOO Z6 এবং iQOO Z6x। গত কয়েক সপ্তাহ ধরে এই ফোন দুটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। এখন আবার জনপ্রিয় টিপস্টার, Digital Chat Station, Z6 সিরিজের স্মার্টফোনগুলির কালার এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে জানিয়েছেন।

iQOO Z6, iQOO Z6x নিয়ে নতুন তথ্য ফাঁস

টিপস্টারদের তার একটি উইবো পোস্ট দাবি করেছেন যে, আইকো জেড ৬ আইপিএস এলসিডি প্যানেল সহ আসবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়া উন্নত পারফরম্যান্সের জন্য এটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপসেট। ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

আবার আইকো জেড ৬ ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। এই ফোনটি তিনটি ভিন্ন কালারে উপলব্ধ হবে - জেড, গোল্ডেন অরেঞ্জ, সিংহাই।

অবশ্য আইকো জেড ৬এক্স ফোনটি নিয়ে কোনো তথ্য সেরকম পাওয়া যায়নি। তবে টিপস্টারের দাবি এই ফোনে ৪৪ ওয়াট চার্জার থাকবে। এটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে।

আইকো জেড ৬ এবং আইকো জেড ৬এক্স, এই দুটি ডিভাইস ইতিমধ্যেই চীনের 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। সুতরাং আশা করাই যায় সংস্থার তরফে কয়েকদিনের মধ্যেই এর লঞ্চের তারিখ জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত বলে রাখি, iQOO তাদের নতুন ডিভাইস iQOO Z6 Lite শীঘ্রই ভারতে লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। এটি 4G কানেক্টিভিটি-সহ আসবে এবং খুব সম্ভবত সেপ্টেম্বরের শুরুতে এই দেশে লঞ্চ হবে। এটির ফিচারের সঙ্গে Vivo T1x-এর মিল থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে এর প্রারম্ভিক মূল্য হতে পারে ১১,৯৯৯ টাকা।

Tags:    

Similar News