এবার সিলিকন ব্যাটারির স্মার্টফোন আনছে iQOO, থাকবে নিজস্ব চিপ, লঞ্চ কবে দেখুন
আইকো জেড৯ টার্বো প্লাস হ্যান্ডসেটটি পরবর্তী জেড৯ সিরিজের স্মার্টফোন হিসেবে শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এখন ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এল।
গত এপ্রিল মাসে আইকো চীনে তাদের লেটেস্ট আইকো জেড৯ সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করেছে। এই লাইনআপে তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে, এগুলি হল - কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট যুক্ত আইকো জেড৯এক্স, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত আইকো জেড৯ এবং শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট যুক্ত আইকো জেড ৯ টার্বো। গত মাসে এক টিপস্টার জানিয়েছিলেন যে, কোম্পানি আইকো জেড৯ টার্বো প্লাস নামে একটি চতুর্থ জেড৯ সিরিজের ফোনের ওপর কাজ করছে। আর এখন ওই একই টিপস্টার আইকো জেড৯ টার্বো প্লাস ফোন সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস করেছেন।
আইকো জেড৯ টার্বো প্লাস ফোনের লঞ্চ টাইমলাইন এবং মডেল নম্বর
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন প্রকাশ করছেন যে, কোনও চীনা সার্টিফিকেশন প্ল্যাটফর্ম এখনও আইকো জেড৯ টার্বো প্লাস মডেলটিকে অনুমোদন করেনি, যা ভি২৪১৭এ মডেল নম্বর বহন করে। এর পাশাপাশি তিনি প্রকাশ করেছেন যে ফোনটি এবছরের সেপ্টেম্বর বা অক্টোবরে মাস নাগাদ লঞ্চ হবে।
এছাড়াও প্রকাশ করা হয়েছে যে, আইকো জেড৯ টার্বো প্লাস মডেলে ফ্ল্যাট ওলেড প্যানেল থাকবে যা ১.৫কে রেজোলিউশন অফার করবে। এতে একটি ডেডিকেটেড গ্রাফিক্স ম্যানেজমেন্ট চিপ থাকবে, যা ডিসপ্লের শক্তি বৃদ্ধি করবে এবং ডিভাইসের গেমিং এক্সপেরিয়েন্স উন্নত করবে।
যদিও টিপস্টার ডিভাইসের ব্যাটারির আকার প্রকাশ করেননি, তবে তিনি উল্লেখ করেছিলেন যে এটিতে একটি বড় সিলিকন ব্যাটারি থাকবে। ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট অন্তর্ভুক্ত থাকবে, যেটি আসন্ন রেডমি কে৭০ আল্ট্রা মডেলটিতেও ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে। উল্লিখিত চিপসেটটি ভিভো এক্স১০০এস এবং আইকো নিও ৯এস প্রো মডেলেও ব্যবহার করা হয়েছে। আইকো জেড৯ টার্বো প্লাস ফোনটির সম্পর্কে বিশদে আর কিছু জানা যায়নি। তবে, এটি একটি সাশ্রয়ী, পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন হবে বলে আশা করা হচ্ছে।