IRCTC: ট্রেনে রিজার্ভেশনের সময় করুন এই কাজটি, Sleeper-এর টিকিট কেটেও যেতে পারবেন AC-তে

Update: 2023-06-01 02:45 GMT

আপনি কি গ্রীষ্মের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাও আবার রেলপথে? তাহলে কিন্তু আপনার অবশ্যই IRCTC-এর একটি বিশেষ পরিষেবা সম্পর্কে জেনে নেওয়া দরকার, কারণ এতে করে এই প্রবল গরমে আপনার ট্রেন যাত্রা খুব সহজ এবং আরামদায়ক হতে পারে। আসলে IRCTC বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অনলাইনে টিকিট বুক করার সময় 'অটো ক্লাস আপগ্রেডেশন' অপশন অফার করে। সুবিধা বলতে, এক্ষেত্রে irctc.co.in মানে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে ট্রেন রিজার্ভেশন করার সময় যাত্রীরা যদি উক্ত অপশনটি সিলেক্ট করেন, তাহলে স্লিপার কোচে টিকিট বুকিং করলেও তা থার্ড এসিতে আপগ্রেড হওয়ার চান্স থাকবে।

ট্রেনের রিজার্ভেশন করার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন

যারা জানেননা তাদের বলে রাখি, ভারতীয় রেলে তিন ধরণের কোচ রয়েছে – জেনারেল (General), স্লিপার (Sleeper) এবং এসি (AC)। এক্ষেত্রে জেনারেলের টিকিট কাটা নিয়ে কোনো সমস্যা বা রিজার্ভেশনের ব্যাপার থাকেনা। তবে স্লিপার এবং এসি কোচের এমনটা ঘটেনা, এগুলিতে ভ্রমণের জন্য আগে থেকে আলাদা আলাদা করে টিকিট সংরক্ষণ করতে হয়। এদের খরচও ভিন্ন। সেক্ষেত্রে আইআরসিটিসির 'অটো ক্লাস আপগ্রেডেশন' অপশনের সাহায্যে স্লিপার কোচে রিজার্ভেশন করলেও কিন্তু অনেক সময় এসি কোচে আমাদের জায়গা হয়ে যায়। এমনকি থার্ড এসিতে কাটা টিকিট সেকেন্ড এসিতে বা সেকেন্ড এসির টিকিট ফার্স্ট এসিতে আপগ্রেড হয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হল, রেলওয়ের এই অটো আপগ্রেডেশনের জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হয়না।

কেন এই আপগ্রেডেশনের সুবিধা দেয় রেল?

অনেক সময়ই ফার্স্ট এসি ও সেকেন্ড এসিতে সিট খালি থাকে, কারণ এদের ভাড়া অনেকটাই বেশি। এমতাবস্থায় সিট খালি থাকলে রেলের অনেক ক্ষতি হয়। এই কারণে মানে লোকসান এড়াতেই রেলওয়ে কর্তৃপক্ষ আপগ্রেড প্রকল্প চালু করেছে।

অতএব আপনি যদি এই অটো আপগ্রেড প্রকল্পের সুবিধা নিতে চান, তবে টিকিট বুক করার সময়ই এই অপশনটি বেছে নিতে পারেন। ভাগ্য ভালো থাকলে আপনার সফর হয়ে উঠবে অত্যন্ত সুখকর!

Tags:    

Similar News