উপকৃত হবেন ভারতীয়রা, থ্রিডি ম্যাপিং পরিষেবা উন্নত করতে ISRO-র হাত ধরলো MapMyIndia

By :  SUPARNAMAN
Update: 2022-06-13 08:33 GMT

নিজস্ব থ্রিডি (3D) ম্যাপিং পরিষেবার মান উন্নত করতে ভারতীয় মহাকাশ অনুসন্ধান কেন্দ্র ইসরো'র (ISRO) সাথে চুক্তিবদ্ধ হল স্বদেশী ন্যাভিগেশন ফার্ম ম্যাপমাইইন্ডিয়া (MapMyIndia)। মেটাভার্স (Metaverse) -এর ভার্চুয়াল বিশ্বে নিজেদের অভিযানের কথা স্মরণ করে উক্ত দেশীয় সংস্থাটি এই মুহূর্তে নতুন ম্যাপ তৈরী ও তা উন্নত করার প্রক্রিয়ায় রত। তবে ইসরোর সাথে চুক্তির ফলে ভবিষ্যতে সংস্থার ম্যাপিং পরিষেবায় প্রকৃত অর্থেই বড় পরিবর্তন আসতে পারে।

ISRO -র সাথে চুক্তি প্রসঙ্গে মুখ খুললেন MapMyIndia সিইও

ইসরোর সাথে চুক্তি প্রসঙ্গে ম্যাপমাইইন্ডিয়া -র সিইও তথা কার্যনির্বাহী নির্দেশক রোহন ভার্মা জানিয়েছেন যে, এই সহযোগিতাপূর্ণ পদক্ষেপ জিওস্পেসিয়াল ম্যাপিং ছাড়াও স্যাটেলাইট ডেটা, পৃথিবী পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং গ্রহীতা-কেন্দ্রিক পরিষেবার সার্বিক উন্নতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিকনির্দেশক রূপে কাজ করবে। এক্ষেত্রে দেশীয় প্রযুক্তি-নির্ভর পরীক্ষা-নিরীক্ষাগুলি আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সাকার করবে বলেও ম্যাপমাইইন্ডিয়া সিইও দাবি করেন।

চুক্তির ফলে ঘরে বসেই জোগাড় করা যাবে যে কোনও স্থানের রিয়েল-টাইম ডেটা

এছাড়াও ভার্মার বক্তব্য, বর্তমানে ম্যাপলস্ (Mappls) পোর্টাল অথবা ম্যাপমাইইন্ডিয়া -র ম্যাপলস্ অ্যাপ (Mappls App) ব্যবহার করে একজন একটি সাধারণ কম্পিউটার থেকে যে কোনও স্থানের (উদাহরণ হিসেবে ভার্মা লেহ থেকে মানালির দিকে যাওয়ার পথের পথের উল্লেখ করেন) রুট (Route) এবং রিয়েল-টাইম ডেটা সংগ্রহ করতে পারেন, যা ইসরোর পৃথিবী পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের কারণে প্রদান করা সম্ভব হয়।

সর্বোপরি ইসরোর সাথে চুক্তির ফলস্বরূপ একজন ইউজার উপরে বর্ণিত পদ্ধতিতে সার্চযোগ্য নির্দিষ্ট জায়গার ভেজিটেরিয়ান, হিট অথবা এয়ার ম্যাপ জোগাড় করতে পারবেন বলে ভার্মা জানিয়েছেন। উপরন্তু, এক্ষেত্রে ইসরোর অত্যাধুনিক স্যাটেলাইট ইমেজারি (Satellite Imagery) প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা সর্বোন্নত ত্রিমাত্রিক ম্যাপিং পরিষেবা সরবরাহ করতে পারবেন বলেও ভার্মার দাবি।

উল্লেখ্য, ভার্মার এহেন আশ্বাস বাস্তবে রূপ পেলে তার ফলস্বরূপ দেশীয় নাগরিকেরা যে ভবিষ্যতে বহু অতিরিক্ত সুযোগ-সুবিধা লাভ করবেন তা বলা বাহুল্য।

Tags:    

Similar News