দুর্ধর্ষ লুক সাথে শক্তিশালী ইঞ্জিন, নতুন লঞ্চ হওয়া Jawa 42 Bobber নাকি Perak? আপনাকে বেশি মানাবে কোন বাইকে
ভারতের টু-হুইলারের বাজারে ববার গোত্রীয় বাইকের সম্ভার বিশেষ নেই বললেই চলে। যে কটি রয়েছে তাদের দাম সাধারণ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। তাই সম্প্রতি Mahindra-র শাখা Classic Legends-এর মালিকানাধী জাওয়া (Jawa) অপেক্ষাকৃত কম দামে 42 Bobber নামে এক ববার লঞ্চ করেছে। দামের বিচারে এটি আবার ভারতের সর্বাধিক সাশ্রয়ী মূল্যের ববার মডেল। সংশ্লিষ্ট সেগমেন্টেই সংস্থার লাইনআপে রয়েছে তাদের ফ্ল্যাগশিপ মডেল Perak। যার দাম Jawa 42 Bobber-এর চাইতে কিছুটা বেশি। এই প্রতিবেদনে জাওয়ার দুই ববার বাইকের তুলনাস্বরূপ আলোচনা রইল।
Jawa 42 Bobber vs Jawa Perak ডিজাইন
ডিজাইনের দিক থেকে 42 Bobber হল Perak-এর ছোট ভার্সন। Perak-এ রয়েছে হেডল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটরে হ্যালোজেন বাল্ব। যেখানে 42 Bobber-এ উপস্থিত সম্পূর্ণ এলইডি লাইটিং। এতে আবার রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। কিন্তু Perak সেই ওল্ড স্কুল অ্যানালগ ইউনিট সহ বাজারে উপলব্ধ। উভয় মোটরসাইকেলের সিট দৃশ্যত সমান। তবে সংস্থার দাবি সদ্য লঞ্চ হওয়া মডেলটির সিট বেশি আরামদায়ক, কারণ এতে রয়েছে টু-স্টেপ অ্যাডজাস্টাবিলিটি।
এদিকে Perak-এ আছে স্পোর্টি রাইডিং পজিশন যেখানে 42 Bobber-এ উপস্থিত আরামদায়ক পজিশন। দুটি মোটরসাইকেলের অন্যান্য পার্থক্য বলতে কালার স্কিম। Perak বরাবর তার ডার্ক থিমের জন্য প্রসিদ্ধ। এটি গোল্ড অ্যাকসেন্ট সহ ম্যাট ব্ল্যাক কালারে অফার করা হয়। অন্যদিকে, 42 Bobber জ্যাস্পার রেড ডুয়েল টোন, মুনস্টোন হোয়াইট এবং মিস্টিক কুপার রঙে এসেছে।
Jawa 42 Bobber vs Jawa Perak ইঞ্জিন এবং ট্রান্সমিশন
উভয় মোটরসাইকেলেই রয়েছে একটি ৩৩৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৩০ বিএইচপি শক্তি এবং ৩২.৭ এনএম টর্ক উৎপন্ন হয়। উচ্চগতি অর্জন করতে ইঞ্জিনের সাথে দেওয়া হয়েছে ৬-স্পিড ট্রান্সমিশন।
Jawa 42 Bobber vs Jawa Perak হার্ডওয়্যার
42 Bobber ও Perak, উভয় মডেলেই সমান প্ল্যাটফর্ম ও হার্ডওয়্যার দেওয়া হয়েছে। দুই মোটরসাইকেলেই আছে ইউএসডি ইউনিটের সদৃশ কভার সহ টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, সিটের সাথে সংযুক্ত মোনোশক রিয়ার সাসপেনশন, সামনে ১৮ ইঞ্চি এবং পেছনে ১৭ ইঞ্চির হুইল, ডুয়েল চ্যানেল এবিএস সহ দুই চাকায় ডিস্ক ব্রেক। আবার উভয় মডেলের সামনে ও পেছনে যথাক্রমে ১০০/৯০ ও ১৪০/৭০ সেকশন টায়ার রয়েছে।
Jawa 42 Bobber vs Jawa Perak দাম
সদ্য আগত Jawa 42 Bobber-এর মূল্য ২.০৬ লক্ষ টাকা থেকে ২.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। অন্যদিকে Perak-এর দাম ২.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এদিকে বাজারে নতুন ববার মডেলটির পাশাপাশি জাওয়া তাদের ফ্ল্যাগশিপ বাইকের বিক্রিও জারি রাখবে বলে জানিয়েছে।