Jawa Perak 2.0: জাওয়া পুজোর পরই নতুন বাইক বাজারে আনছে, লঞ্চের আগে এই প্রথম দেখা গেল রাস্তায়

By :  SUMAN
Update: 2022-09-30 10:50 GMT

ক্লাসিক লেজেন্ডস (Classic Legends)-এর হাত ধরে ভারতীয় বাজারে প্রত্যাবর্তন করেছে জাওয়া (Jawa)। কিন্তু চলতি বছর এখনও নতুন কোনও মডেল লঞ্চ করতে দেখা যায়নিা যুগোস্লাভিয়ার আইকনিক টু-হুইলার ব্র্যান্ডটিকে। তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে সংস্থাটি তাদের Perak মোটরসাইকেলটির নতুন সংস্করণ আনতে চলেছে। সব ঠিকঠাক চললে প্রত্যাবর্তনের তিন বছর উপলক্ষে আগামী নভেম্বরে আত্মপ্রকাশ করতে পারে Jawa Perak 2.0।লঞ্চের আগে বাইকটিকে দেশের রাস্তায় ট্রায়াল চালাতে দেখা গেছে। ফাঁস হওয়া ছবিতে আপকামিং ববার মডিলটির বেশ কিছু আপডেট নজরে পড়েছে। তাই নতুন ভার্সনের নামের শেষে ‘2.0’ যুক্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Perak 2.0 এর আপডেটগুলি সুক্ষ্ম হলেও বেশ গুরুত্বপূর্ণ। চোখে পড়া পরিবর্তনগুলির মধ্যে প্রথমেই আর্গোনমিক্সে আসতে হয়। নতুন মডেলের ফুটপেগ পজিশন আগের তুলনায় সামনের দিকে সামান্য এগোনো হয়েছে। যা চালককে আরও বেশি আরামদায়ক রাইডিং পজিশন দেবে বলেই অনুমান। এমনকি চালকের উচ্চতা যদি বেশি হয় সেক্ষেত্রেও সমস্যা হবে না।

অন্যান্য পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য নতুন হেড লাইট কাউল। এটি এলইডি ইউনিট হওয়ার সম্ভাবনা। যদিও তা স্পাই ছবি দেখে স্পষ্ট বোঝা যায়নি। এছাড়া আপডেটেড Jawa Perak-এ একটি নতুন ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হতে পারে। আবার এর সিটটিও নতুন। টেললাইট পেছনের ফেন্ডার নীচের অংশ থেকে সরিয়ে ইন্ডিকেটরের পাশে নিয়ে আসা হয়েছে। আবার নতুন মডেলটির সামনে শক্তিশালী টায়ার এবং ভিন্ন ডিজাইনের এগজস্টের দেখা মিলেছে।

Jawa Perak 2.0-এর পেছনে যাত্রী বসার সিটের বদলে একটি লাগেজ র‍্যাকের দেখা মিলেছে। যা এর অ্যাডভেঞ্চার বৈশিষ্ট্যকে স্পষ্ট করেছে। বর্তমান মডেলটির চাইতে ৭,০০০ টাকা অধিক মূল্যে বাজারে লঞ্চ হতে পারে এটি। বিদ্যমান মডেলেটির দাম ২,০৯,১৮৭ টাকা (এক্স-শোরুম)। জাওয়ার আপডেটেড ববার বাইকটি বাজারে Royal Enfield Meteor 350, Honda H'Ness CB350, Yezdi Roadster ও Keeway Benda V302C-এর সাথে টক্কর নেবে।

Tags:    

Similar News