Jio AirFiber নাকি Airtel Xstream AirFiber, কত দামে কে দেবে বেশি দ্রুত 5G ইন্টারনেট স্পিড
গতপরশু অর্থাৎ ২৮শে আগস্ট অনুষ্ঠিত AGM 2023 ইভেন্টে Jio AirFiber ডিভাইসের আনুষ্ঠানিক ঘোষণা করেছে Reliance, আগামী ১৯শে সেপ্টেম্বর এটি ভারতের বাজারে লঞ্চ হবে। তবে মূলত জনসাধারণের হাতের মুঠোয় ব্রডব্যান্ড 5G পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই স্পেশাল হটস্পট ডিভাইসটি চালু করা হলেও, সংস্থাটি এর মাধ্যমে তার প্রতিপক্ষ Airtel-কে টক্কর দেবে বলেই মনে হচ্ছে। আসলে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Bharti Airtel, চলতি আগস্ট মাসের গোড়ার দিকে Xstream AirFiber নামে দেশের প্রথম ওয়্যারলেস 5G Wi-Fi লঞ্চ করে। সেক্ষেত্রে এবার বাজারে Jio AirFiber-এর আগমন ঘটলে, এই দুটি ডিভাইসকে ঘিরেই বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে। বলে রাখি, Jio এবং Airtel-এর উভয়ের AirFiber-ই রাউটারের মতো ডিভাইস যা মূলত ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA) কমিউনিকেশন সিস্টেমের ওপর ভিত্তি করে কাজ করবে, আর এটি প্লাগ-এন্ড-প্লে অপশনের মাধ্যমে বাড়িতে বা প্রয়োজনীয় কোনো জায়গায় 5G ইন্টারনেট পরিষেবা দেবে। সোজা কথায় বললে, Jio AirFiber বা Airtel Xstream AirFiber ব্যবহারকারীদের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করার জন্য রাউটার এবং ফাইবার কেবলের উপর নির্ভর করতে হবে না। এছাড়াও এই ডিভাইস সহজেই সেটআপ করা যাবে। আসুন, এখন Jio এবং Airtel-এর AirFiber ডিভাইসের তুলনামূলক বিচার করে দেখা যাক।
Jio AirFiber বনাম Airtel Xstream AirFiber: দামের ফারাক
বর্তমানে এয়ারটেল, তার দিল্লি ও মুম্বইয়ের গ্রাহকদের জন্য এক্সস্ট্রিম এয়ারফাইবারের একক মাসিক প্ল্যান অফার করছে, এর প্রাথমিক খরচ পড়বে মাত্র ৭৯৯ টাকা। এক্ষেত্রে, একসাথে ছয় মাসের জন্য এক্সস্ট্রিম এয়ারফাইবার কানেকশন নিতে হলে খরচ হবে ৭,৭৭৩ টাকা, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এয়ারফাইবার রাউটারের সিকিউরিটি ডিপোজিট (রিফান্ডেবল) বাবদ ২,৫০০ টাকা চার্জ। খুব শীঘ্রই দেশের অন্যান্য প্রান্তেও এটি উপলব্ধ হবে বলে সংস্থা আশ্বাস দিয়েছে।
অন্যদিকে, জিও আগামী মাসের ১৯ তারিখ থেকে জিও এয়ারফাইবার হটস্পট ডিভাইসের সেল শুরু করবে, ওই সময়ই এর দাম প্রকাশ্যে আসবে। জল্পনা রয়েছে, জিও, তার প্রতিদ্বন্দ্বী এয়ারটেলের তুলনায় ২০ শতাংশ কম দামে এটি লঞ্চ করবে। ইটি টেলিকমের (ET Telecom)-এর একটি রিপোর্ট অনুযায়ী, আসন্ন ডিভাইসটির দাম প্রায় ৬,০০০ টাকা হতে পারে।
Jio AirFiber বনাম Airtel Xstream AirFiber: কার সুবিধা কেমন?
জিও এয়ারফাইবার বলুন কিংবা এয়ারটেল এক্সস্ট্রিম এয়ারফাইবার, উভয়েই ওয়াই-ফাই (Wi-Fi 6) রাউটারের ভিত্তিতে পরিষেবা প্রদান করবে, যেখানে ইউজাররা কম লেটেন্সি, বৃহত্তর কভারেজ এবং হাই স্পিডের মতো একাধিক সুবিধা পাবেন। তবে যেহেতু দুটি ডিভাইসই ৫জি কানেকশনের জন্য সিম কার্ডের উপর নির্ভর করবে, তাই স্থান বিশেষে ইন্টারনেট স্পিডের হেরফের হতে পারে – কারণ এক্ষেত্রে স্পিড মূলত নির্দিষ্ট এলাকার কভারেজের উপর নির্ভর করবে। এয়ারটেলের মতে, এই এফডব্লিউএ কানেকশন নিলে একটি ওয়্যারলেস ট্রান্সমিটার বা রিসিভার ইউজারের প্রয়োজনীয় জায়গায় ইনস্টল করা হবে যা একটি অ্যান্টেনার মাধ্যমে নিকটবর্তী সেল টাওয়ার বা বেস স্টেশনের সাথে যোগাযোগ রাখবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ডিভাইসগুলি পরিচালনার জন্য উভয় কোম্পানিই একটি অ্যাপ অফার করবে যা ব্যবহার করলে ইউজাররা তাদের বাড়ির মধ্যে সেরা ইন্টারনেট স্পট খুঁজে পেতেও সক্ষম হবেন। এছাড়া ব্যবহারকারীরা একাধিক ডিভাইসকে এয়ারফাইবার রাউটারের সাথে সংযুক্ত করতে এবং কানেক্টেড ডিভাইসের লিমিট সেট করতে পারবেন।
এইসব সুবিধার মিল দেখে আপাতদৃষ্টিতে জিও এয়ারফাইবার ও এয়ারটেল এক্সস্ট্রিম এয়ারফাইবারকে একইরকম মনে হতে পারে। তবে আদতে এমনটা নয়! বর্তমানে, এয়ারটেল তার একক প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিড প্রদানের কথা বলে। আবার জিও, তার নতুন ডিভাইসের মাধ্যমে ১ জিবিপিএস স্পিডে ৫জি ইন্টারনেট অফারের দাবি করছে, কারণ তাদের এয়ারফাইবার স্ট্যান্ডঅ্যালোন (SA) নেটওয়ার্কের ওপর কাজ করে। অতএব বলা যায়, সবমিলিয়ে জিও এয়ারফাইবারই কম দামে ভালো পরিষেবা দেবে। যদিও এই বিষয়ে সঠিক তথ্য পেতে আমাদের অপেক্ষা করতে হবে।