৩০০ টাকার কমে রিচার্জে মিলবে রোজ ১ জিবি ডেটা, Jio, Airtel, Vi-এর সবচেয়ে সস্তা প্ল্যানগুলি দেখে নিন
গত বছরের শেষের দিকে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম ২০%-২৫% পর্যন্ত বাড়িয়ে মধ্যবিত্তের কপালে বেশ বড়োসড়ো ভাঁজের সৃষ্টি করেছে। আবার, করোনা পরিস্থিতির জেরে অধিকাংশ মানুষেরই পকেটের অবস্থা বেসামাল হওয়ায় এখন অনেকেই সস্তা রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন। সেজন্য মার্কেটে এখন কমদামি প্রিপেইড প্ল্যানের চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে। তাই ইউজারদের সুবিধার্থে টেলিকম কোম্পানিগুলিও নিত্যনতুন হরেক রকমের সস্তা রিচার্জ প্ল্যান মার্কেটে নিয়ে হাজির হচ্ছে। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা ৩০০ টাকার কমে উপলব্ধ Reliance Jio (রিলায়েন্স জিও), Airtel (এয়ারটেল), এবং Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi (ভিআই)-এর এমনই কয়েকটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলিতে আনলিমিটেড ভয়েস কল, এসএমএস, রোজ ১ জিবি ডেটাসহ কিছু কিছু ক্ষেত্রে ওটিটি বেনিফিটও পাওয়া যাবে।
Reliance Jio-র ১ জিবি ডেটা প্ল্যানসমূহ
জিও বেশ সাশ্রয়ী মূল্যে ৩ টি দৈনিক ১ জিবি রিচার্জ প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলির দাম ১৪৯ টাকা, ১৭৯ টাকা, এবং ২০৯ টাকা যেগুলিতে যথাক্রমে ২০ দিন, ২৪ দিন এবং ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি করে এসএমএসসহ প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যায়। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে এই প্ল্যানগুলিতে ব্যবহারকারীরা JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
Airtel-এর ১ জিবি ডেটা প্ল্যানসমূহ
ইউজারদের সুবিধার্থে সংস্থাটি মোট ৩টি দৈনিক ১ জিবি ডেটা প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলির দাম ২০৯ টাকা, ২৩৯ টাকা এবং ২৬৫ টাকা যেগুলিতে যথাক্রমে ২১ দিন, ২৪ দিন এবং ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০ টি করে এসএমএসসহ প্রতিদিন ১ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে। সেইসাথে এক্সট্রা বেনিফিট হিসেবে ইউজাররা Amazon Prime Video mobile Edition-এর ফ্রি ট্রায়াল এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
Vodafone Idea-র ১ জিবি ডেটা প্ল্যানসমূহ
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে অন্য দুই বেসরকারি সংস্থার তুলনায় এই সংস্থাটি একটি বেশি, অর্থাৎ মোট ৪টি দৈনিক ১ জিবি ডেটা প্ল্যান অফার করে। এই ডেটা প্ল্যানগুলির দাম ১৯৯ টাকা, ২১৯ টাকা, ২৩৯ টাকা এবং ২৬৯ টাকা যেগুলিতে যথাক্রমে ১৮ দিন, ২১ দিন, ২৪ দিন এবং ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি করে এসএমএসসহ রোজ ১ জিবি ডেটা পাওয়া যায়। উপরন্তু, এই প্ল্যানগুলি রিচার্জ করলে ইউজাররা Vi Movies & TV অ্যাপের বেসিক অ্যাক্সেস পাবেন।