Jio-র মহা ধামাকা অফার, ২০০ টাকার উপরের রিচার্জে ক্যাশব্যাক, কীভাবে পাবেন
Reliance Jio ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার ২০০ টাকা বা তার অধিক মূল্যের যে কোনও প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে Jio গ্রাহকেরা সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন। তবে এর জন্য আগ্রহী গ্রাহকদের টেলকোর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে 'JioMart Maha Cashback' প্ল্যানগুলি বেছে নিতে হবে। এক্ষেত্রে তালিকায় মাত্র চারটি প্ল্যান দেখা গেলেও ২০০ টাকা বা তার বেশি মূল্যের প্রতিটি প্ল্যান রিচার্জের উপরে Reliance Jio গ্রাহকেরা উক্ত ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
নির্বাচিত ৪টি নয়, বরং ২০০ টাকা থেকে শুরু করে তার থেকে বেশি দামের সমস্ত প্ল্যান রিচার্জে মিলবে ক্যাশব্যাক
জিও'র অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী JioMart Maha Cashback অফারের আওতায় স্রেফ ২৯৯, ৬৬৬, ৭১৯ এবং ২,৯৯৯ টাকার নির্বাচিত চার প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা ২০ শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন। কিন্তু জিও'র এই বক্তব্যে কিছুটা অসত্যভাষণ রয়েছে। আসলে উপরের চারটি প্ল্যান তো বটেই, তাছাড়াও ২০০ টাকা বা তার বেশি দামের যে কোনও রিচার্জ বিকল্প ক্রয় করলে উপভোক্তারা আলোচ্য অফারের আওতায় ফাটাফাটি ক্যাশব্যাক মূল্য জিতে নিতে পারবেন।
ভবিষ্যতে প্রাপ্ত ক্যাশব্যাক কাজে লাগাতে হলে জিও গ্রাহকদের MyJio অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এর মাধ্যমে বা জিও ওয়েবসাইট থেকে নিজেদের মোবাইল রিচার্জ করে তারা ক্যাশব্যাক মূল্যের সদ্ব্যবহার করতে সফল হবেন। এছাড়া রিলায়েন্সের রিটেইল চ্যানেলগুলিতেও তারা ক্যাশব্যাক মূল্য খরচ করতে পারবেন।
জানিয়ে রাখি, আলোচ্য অফারের ফায়দা ওঠাতে হলে আগ্রহী উপভোক্তাকে জিও'র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 'view all JioMart Maha Cashback plans' বিকল্পে ক্লিক করতে হবে। এর ফলে গ্রাহক সরাসরি একটি পেজে রিডাইরেক্টেড হবেন যেখানে আলোচ্য অফারের আওতায় তারা মোট চারটি প্ল্যান (২৯৯, ৬৬৬, ৭১৯ এবং ২,৯৯৯) দেখতে পাবেন। এক্ষেত্রে যারা সম্পূর্ণ অবগত নন তারা ভাবতে পারেন যে শুধুমাত্র প্রদর্শিত চারটি প্ল্যানে আলোচ্য ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য। অথচ তা নয়। ২০০ টাকা থেকে শুরু করে ঊর্ধ্বমূল্যে বিদ্যমান যে কোনো প্ল্যান চয়ন করলে Jio গ্রাহকেরা পুরো ২০ শতাংশ ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন।
সুতরাং জিওমার্ট মহা ক্যাশব্যাক অফারের ফায়দা ওঠাতে চাইলে দেরি না করে Jio'র অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং ২০০ টাকা বা তার থেকে বেশি দামের প্ল্যান রিচার্জ করুন।