Jiohotstar Domain: জিও সিনেমা ও ডিজনি মিশে যাওয়ার আগেই ডোমেইন কিনে নিল অন্য লোকে, এবার কি হবে
দিল্লির এক অ্যাপ ডেভেলপার জিওহটস্টার (jiohotstar.com) ডোমেইন কিনে নিয়েছেন। এখন যদি আপনি এই ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে আপনি দেখতে পাবেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভের উদ্দেশ্যে একটি মেসেজ লেখা আছে।
গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে যে, জিও সিনেমা ও ডিজনি প্লাস হটস্টার মিশে যেতে চলেছে। সংস্থা দুটির তরফে এই বিষয়ে কিছু না জানানো হলেও, রিপোর্ট অনুযায়ী জিওর কাছে ডিজনি প্লাস হটস্টার বিক্রি হয়ে যাচ্ছে। তবে কীভাবে এই দুই ওটিটি প্ল্যাটফর্ম একত্রিতভাবে পরিষেবা দেবে তা অনেকেরই অজানা। অনুমান করা হচ্ছে জিও সিনেমা ও ডিজনি প্লাস হটস্টার প্ল্যাটফর্ম দুটি বন্ধ হয়ে গিয়ে জিও হটস্টার (JioHotstar) নামে নতুন প্ল্যাটফর্ম আসবে। আর এই অনুমান যদি সত্যি হয় তাহলে সমস্যায় পড়তে পারে রিলায়েন্স জিও ও ডিজিনি প্লাস হটস্টার।
আসলে দিল্লির এক অ্যাপ ডেভেলপার জিওহটস্টার (jiohotstar.com) ডোমেইন কিনে নিয়েছেন। এখন যদি আপনি এই ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে জিও সিনেমার ফ্যাভ আইকন দেখতে পাবেন। যদিও ওয়েবসাইটে কোনো লোগো দেখা যায়নি। তবে লেখা আছে এন্টারটেইনমেন্টের জন্য সেরা হবে এই ওয়েবসাইট এবং শীঘ্রই স্ট্রিমিং শুরু হবে। এর পাশাপাশি জিওহটস্টার ডট কম ওয়েবসাইটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভের উদ্দেশ্যে একটি মেসেজ লেখা আছে।
যেখানে অ্যাপ ডেভেলপারটি বলেছেন ' আমি দিল্লির একজন অ্যাপ ডেভেলপার, বর্তমানে আমার স্টার্টআপে কাজ করছি। ২০২৩ এর গোড়ার দিকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ক্রোল করার সময়, আমি একটি সংবাদ দেখতে পাই, যেখানে লেখা ছিল ডিজনি প্লাস হটস্টার আইপিএল স্ট্রিমিংয়ের লাইসেন্স হারানোর পরে সক্রিয় ব্যবহারকারী হারাতে শুরু করেছে এবং ডিজনি চাইছে হটস্টারকে বিক্রি করতে বা ভারতীয় কোনো কোম্পানির সাথে মার্জ হতে। তখনই আমি অনুমান করি, যেহেতু সনি এবং জি সম্প্রতি মার্জ হয়েছে, সেক্ষেত্রে ভায়াকম১৮ (রিলায়েন্সের মালিকানাধীন) হল একমাত্র সংস্থা যারা ডিজনি প্লাস হটস্টার কিনতে পারে। সেই মুহূর্তে আমার মনে পড়ে জিও মিউজিক স্ট্রিমিং পরিষেবা সাভন অধিগ্রহণ করার পর ব্র্যান্ডিং পরিবর্তন করে জিওসাভন করে এবং ডোমেইন Saavn.com থেকে JioSaavn.com রাখা হয়। একইভাবে হটস্টার অধিগ্রহণ করার পর জিও এটির নাম পরিবর্তন করে JioHotstar.com রাখতে পারে। সেই কারণে আমি ডোমেইন চেক করি এবং অতি সহজেই কিনে নিই...।'
ডেভেলপার জানিয়েছেন যে, রিলায়েন্স যদি তাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য করেন তাহলে তিনি ডোমেইনটি বিক্রি করতে ইচ্ছুক। মেসেজে তিনি লিখেছেন 'এই ডোমেইনটি কিনতে অনুগ্রহ করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ/ভায়াকম১৮ এর পক্ষ থেকে একটি অফিসিয়াল লেটার সহ mail@jiohotstar.com ইমেইল আইডিতে যোগাযোগ করুন। রিলায়েন্সের মতো মাল্টি বিলিয়ন ডলার কোম্পানির জন্য এটি হয়তো সামান্য ব্যয় হবে, তবে এই ডোমেইন বিক্রি করতে পারলে আমার জীবন-পরিবর্তন হয়ে যাবে।'
এখন দেখার রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ বা ডিজনি প্লাস হটস্টার এই ডোমেইন কেনে কিনা। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, এই বিষয়ে দুটি সংস্থার কেউই মুখ খোলেনি।