অভিনব ডিজাইনের সাথে অসাধারণ পারফরম্যান্স, Honor Magic 7 RSR Porsche Design ফোনের সব ফিচার ফাঁস
অনার শীঘ্রই বাজারে আনছে Honor Magic 7 RSR Porsche Design স্মার্টফোনটি। লঞ্চের আগে এখন একটি সূত্র মারফৎ এই বিশেষ সংস্করণের ফোনটির স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে।
অনার চীনে গত অক্টোবর মাসে ফ্ল্যাগশিপ Honor Magic 7 এবং Honor Magic 7 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। উভয়ই লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত। লঞ্চ ইভেন্টের সময়, কোম্পানি নিশ্চিত করেছে যে তারা এবছরের ডিসেম্বরে চীনে আরও উন্নত Honor Magic 7 RSR Porsche Design মডেলটি উন্মোচন করবে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার এই ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন৷ আসুন অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক উইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে একটি আসন্ন স্ন্যাপড্রাগন ৮ এলিট ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন। যদিও তিনি ডিভাইসটির নাম স্পষ্টভাবে প্রকাশ করেননি, তবে অনুমান করা হচ্ছে যে তিনি আসন্ন অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইনের কথা উল্লেখ করতে পারেন।
পোস্ট অনুসারে, অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন ফোনটি ৬.৮ ইঞ্চির এলটিপিও ডিসপ্লের সাথে আসবে এবং এতে কোয়াড-কার্ভ ডিজাইন থাকবে। ডিসপ্লেটি ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনের সামনের ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেলের অলওয়েজ-অন (AON) সেন্সর এবং টিওএফ ৩ডি (ToF 3D) ফেসিয়াল রিকগনিশন থাকবে।
ফোনটির রিয়ার ক্যামেরা সিস্টেমে ১/১.৩ ইঞ্চির পরিবর্তনশীল অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এনাবল ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি৫০কে প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং ১/১.৪ ইঞ্চির সেন্সর ও ওআইএস সহ একটি ২০০ মেগাপিক্সেলের ৩x পেরিস্কোপ টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিক ওএস ৯ (Magic OS 9) কাস্টম স্কিনে চলবে। অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন ১০০ ওয়াট এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও টিপস্টার ডিভাইসটির ব্যাটারির সাইজ উল্লেখ করেননি, তবে মনে করা হচ্ছে যে এতে একই ৫,৮৫০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ম্যাজিক ৭ প্রো ফোনেও রয়েছে।
অনার ম্যাজিক ৭ আরএসআর পোর্শে ডিজাইন ফোনের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে একটি সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য একটি আইপি৬৮/আইপি৬৯ রেটিং। ডিভাইসটির সিএমআইআইটি (CMIIT) সার্টিফিকেশন (পিটিপি-এএন২০ মডেল নম্বর) লিস্টিং প্রকাশ করেছে যে এটি টিয়ানটং (রিয়েল-টাইম ভয়েস কলিং) এবং বেইদৌ (টু-ওয়ে মেসেজিং) স্যাটেলাইটের সাথে ডুয়েল স্যাটেলাইট সংযোগ সাপোর্ট করবে। কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ডিভাইসটি প্রোভেন্স পার্পল এবং অ্যাগেট গ্রে- এই দুটি শেডে পাওয়া যাবে। অনুমান করা হচ্ছে যে পোর্শে ডিজাইন ভ্যারিয়েন্ট দুটি কনফিগারেশনে পাওয়া যাবে - ২৪ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ২৪ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ।