Keeway আগামীকাল একজোড়া দুর্ধর্ষ বাইক ভারতে লঞ্চ করবে, Bajaj, TVS-দের সাথে হবে পাঙ্গা

By :  SUMAN
Update: 2022-09-14 06:35 GMT

কিওয়ে (Keeway) আগামীকাল ভারতে একসাথে দুটি নতুন মোটরসাইকেল লঞ্চ করার কথা ঘোষণা করেছে। বাইক দু'টির সম্পর্কে বিশেষ কোনো তথ্য জানায়নি সংস্থা। তবে সংস্থার তরফ থেকে প্রকাশ করা ছোট টিজার ভিডিয়ো দেখে অনুমান, সেগুলির মধ্যে একটি ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক হলেও, অপরটি হতে পারে নেকেড বডি স্টাইলের। উল্লেখ্য, খুব সম্প্রতি V302C বলে একটি ক্রুজার বাইক ভারতে লঞ্চ করেছে কিওয়ে। আর আসন্ন মডেলদ্বয়কে ধরলে ভারতে কিওয়ের ঝুলিতে টু-হুইলারের সংখ্যা দাঁড়াবে ছয়ে। যার মধ্যে স্কুটারের সংখ্যা দুই।

এদেশে কিওয়ের প্রতিটি মডেল বেনেলি ইন্ডিয়া (Benelli India)-র হাত ধরে এসেছে। প্রথম টিজারে নেকেড স্ট্রিটফাইটার বাইকটিতে গোল্ডেন ইউএসডি ফ্রন্ট ফর্ক নজরে পড়েছে। আগ্রাসী স্টাইলের সাথে শার্প ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এতে। এছাড়া অ্যাগ্রেসিভ হেডলাইটের উপরে ছোট ফ্লাইস্ক্রিনের পেছনে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আছে। হেডলাইট এবং টার্ন ইন্ডিকেটরটি হল এলইডি। যা দেখে টেললাইট এবং রিয়ার ইন্ডিকেটরটিও এলইডি হবে বলে আশা করা হচ্ছে।

আরেকটি টিজারে ফুল-ফ্লেয়ার্ড স্পোর্টস বাইকটির টুইন এলইডি হেডল্যাম্প দেখানো হয়েছে। যার সাথে সংযুক্ত এলইডি ডিআরএল। মনে করা হচ্ছে, বাইকটির হ্যান্ডেলবারে ক্লিপ রয়েছে। যেহেতু দুটি মডেলের ঝলক একই সময় প্রকাশ করা হয়েছে, তাই এদের একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই প্রতিটি বাইকে গোল্ডেন ইউএসডি ফর্ক এবং সমান আকৃতির ফুয়েল ট্যাঙ্ক থাকবে।

মোটরসাইকেল দুটির অন্যান্য স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি। প্রসঙ্গত, ভারতে সংস্থার প্রথম বাইক K-LIGHT 250V-তে রয়েছে ২৫০ সিসি ভি-টুইন ইঞ্জিন। যা থেকে ১৮.৭ বিএইচপি পাওয়ার এবং ১৯ এনএম টর্ক উৎপন্ন হয়। অন্যদিকে Benda V302C-তে উপস্থিত একটি ২৯৮ সিসি ভি-টুইন ইঞ্জিন। এর আউটপুট ২৯.৫ এইচপি এবং ২৬.৫ এনএম। তবে আসন্ন স্ট্রিট ফাইটার এবং স্পোর্টস বাইকে কী ইঞ্জিন দেওয়া হয়, তা জানতে এখন শুধু আগামীকাল পর্যন্ত অপেক্ষা।

Tags:    

Similar News