Lenovo দিচ্ছে অসাধারণ সুযোগ, পছন্দসই হার্ডওয়্যার দিয়ে তৈরি করা যাবে ডেস্কটপ কম্পিউটার

By :  ANKITA
Update: 2022-12-09 05:53 GMT

Lenovo তাদের ভারতীয় গ্রাহকদের জন্য এবার 'কাস্টম টু অর্ডার' সুবিধা নিয়ে হাজির করল। এতদিন এই পরিষেবা Ideapad, Yoga, Legion ল্যাপটপের জন্য উপলব্ধ ছিল। তবে এখন Lenovo 5i tower desktop ক্রেতারাও এই সুযোগ পাবে। যারফলে তারা প্রয়োজন মতো ডেস্কটপের উপযুক্ত যন্ত্রাংশ কিনতে পারবে।

লেনোভোর তরফে বলা হয়েছে যে, যেসব ক্রেতা লিজিয়ন ৫আই টাওয়ার ডেস্কটপ কিনবেন, তারা এন্ড টু এন্ড কাস্টমাইজেশন সুবিধা লাভ করবেন। ক্রেতারা স্ক্রিন টাইপ, কিবোর্ড, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, র‌্যাম, হার্ডডিস্ক ড্রাইভ, অপারেটিং সিস্টেম প্রভৃতি বেছে নিতে পারবেন। তবে মাদারবোর্ড বেছে নেওয়ার স্বাধীনতা ক্রেতাদের দেওয়া হবে না।

Lenovo 5i tower desktop এর জন্য আসা 'কাস্টম টু অর্ডার' এর সুবিধা এখন লেনোভোর অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে। ক্রেতা তাদের পছন্দসই জিনিস কিনে ৪-৬ সপ্তাহের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন বলে জানা গেছে।

Tags:    

Similar News