Lenovo Legion Y70 ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস, আসছে 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে

By :  techgup
Update: 2022-08-10 17:23 GMT

জনপ্রিয় ইলেকট্রনিক্স নির্মাতা লেনোভো (Lenovo)-এর Legion সিরিজের ডিভাইসগুলি উন্নত পারফরম্যান্স এবং মসৃণ গেমিংয়ের অভিজ্ঞতা অফার করার জন্য সুপরিচিত। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সংস্থাটি এই সিরিজের অধীনে নতুন Legion Y70 হ্যান্ডসেটটি শীঘ্রই চীনা বাজারে উন্মোচন করবে। সেইমতো আজই (১০ আগস্ট) লেনোভো নিশ্চিত করেছে যে, এই গেমিং স্মার্টফোনটি আগামী ১৮ অগাস্ট দেশীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। আর লঞ্চের আগে এখন কোম্পানি ধীরে ধীরে ডিভাইসটির প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে আনতে শুরু করেছে। যেমন, লেনোভো তাদের লেটেস্ট সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে Legion Y70-এর ক্যামেরা কনফিগারেশন এবং ব্যাটারির আকার নিশ্চিত করেছে। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Lenovo প্রকাশ্যে আনলো আসন্ন Legion Y70-এর কিছু মূল স্পেসিফিকেশন

লেনোভো তাদের অফিসিয়াল ওয়েইবো (Weibo) অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়েছে যে, আসন্ন লিজিয়ন ওয়াই৭০ ফোনে ১/১.৫ ইঞ্চির সেন্সর সাইজ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS)/ ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) এবং ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ৮কে (8K) ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট সহ আসবে। লিজিয়ন ওয়াই৭০-এর ক্যামেরা সেটআপে প্রধান ক্যামেরার সাথে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, যা একটি ম্যাক্রো ক্যামেরা হিসাবেও কাজ করবে এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ-সেন্সিং ইউনিট উপস্থিত থাকবে।

এছাড়াও লেনোভো নিশ্চিত করেছে যে, ওয়াই৭০-তে শক্তিশালী ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি ৮.৫ ঘন্টা গেমিং টাইম, ১৮ ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং ৩৫ ঘন্টা মিউজিক প্লেব্যাক প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা। এছাড়াও কোম্পানি জানিয়েছে যে, লেনোভো ওয়াই৭০-এ মাত্র ৩৪ মিনিটে ৮০ শতাংশ চার্জ পূর্ণ করা সম্ভব হবে। এই গেমিং ফোনটির ওজন হবে প্রায় ২০৯ গ্রাম।

জানিয়ে রাখি, পূর্বে প্রকাশিত বেশ কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, Legion Y70 ৬.৫৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ওপরে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই লেনোভো ফোনে উন্নত পারফরম্যান্সের জন্য কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটটি ব্যবহার করা হবে, যার সাথে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক জেডইউআই ১৩ (ZUI 13) কাস্টম স্কিনে চলবে।

উল্লেখ্য, Lenovo Legion Y70-এর দাম সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে জানা গেছে এটি আইস সোল হোয়াইট, টাইটানিয়াম ক্রিস্টাল গ্রে এবং ফ্লেম রেডের মতো তিনটি আকর্ষণীয় কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। যদিও, লেনোভো এই হ্যান্ডসেটটিকে চীনের বাইরে বাজারে লঞ্চ করবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

Tags:    

Similar News