Citroen C3: ফ্রান্সের সংস্থা ভারতে তৈরি গাড়ি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি শুরু করল
ইদানিং ভারতের বাজারে ব্যবসাকারী বেশিরভাগ যানবাহন কোম্পানি এদেশ থেকে বিদেশের বাজারে পণ্য রপ্তানিতে জোড় বাড়াচ্ছে। যে তালিকায় এবার নয়া সংযোজন সিট্রোয়েন (Citroen)। এদেশের মাটিতে নির্মিত ফরাসি সংস্থার অন্যতম জনপ্রিয় গাড়ি C3 এবার আন্তর্জাতিক বাজারের উদ্দেশ্যে পাড়ি জমালো। তামিলনাড়ুর কামারাজার বন্দর থেকে প্রথম লটের Citroen C3 পাঠানো হয়েছে। এগুলি আসিয়ান গোষ্ঠীভুক্ত এবং আফ্রিকার বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।
Citroen বিদেশে C3 রপ্তানি করল
C5 Aircross SUV-র হাত ধরে ২০২১-এ এদেশে সিট্রোয়েনের আগমন ঘটেছিল। পরবর্তীতে তাদের C3 হ্যাচব্যাক গাড়িটি হাজির করা হয়। এরপর এ বছরের শুরুর দিকে এর সম্পূর্ণ ইলেকট্রিক ভার্সন আনা হয়। যার নাম – Citroen eC3। আবার চলতি বছরেই C5 Aircross-এর নতুন সংস্করণ লঞ্চ করা হয়েছে, যেটি একটি প্রিমিয়াম মডেল। যেখানে C3 হল সর্বসাধারণের হাতের নাগালের মডেল।
Citroen C3 ইঞ্জিন
সিট্রোয়েন সি৩ দুই ধরনের ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যায় – একটি ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল এবং অপরটি ১.২ লিটার টার্বোচার্জড ইউনিট। প্রথমটি থেকে ৮১ বিএইচপি শক্তি এবং ১১৫ এনএম টর্ক উৎপন্ন হয়। যেখানে দ্বিতীয়টির আউটপুট ১০৯ বিএইচপি এবং ১৯০ এনএম টর্ক। উভয় মডেলই কেবলমাত্র ম্যানুয়াল গিয়ারবক্স বিকল্পে উপলব্ধ।
Citroen C3-র দাম
প্রথমবার লঞ্চের সময় Citroen C3-র দাম ৫.৭০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছিল। বর্তমানে গাড়িটি বিএস৬ স্টেজ ২ এবং ওবিডি-২ নির্গমন বিধি মেনে উপস্থিত হয়েছে। যে কারণে দাম বেড়ে দাঁড়িয়েছে ৬.১৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গাড়িটির টপ-এন্ড Feel Vibe ডুয়েল-টোন টার্বো ভ্যারিয়েন্টটির মূল্য ৮.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।