Mahindra April Sales: এসইউভির বিপুল চাহিদার উপর ভর করে এপ্রিলে বিক্রি বাড়ল মাহিন্দ্রার

By :  SUMAN
Update: 2022-05-03 05:15 GMT

২০২২-২৩ অর্থবর্ষের প্রথম মাসেই দুরন্ত ফর্মে দেশীয় গাড়ি নির্মাতা মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)-র। মে মাস পড়তেই গত মাসে বিক্রির পরিসংখ্যান সামনে আনল তারা। এপ্রিলে ৪৫,৬৪০টি গাড়ি বেচতে পেরেছে স্করপিও (Scorpio)-র নির্মাতা। ২০২১-এর এই সময়ে যার পরিমাণ ছিল ৩৬,৪৩৭। ফলে তাদের বিক্রিতে ২৫ শতাংশ উত্থান ঘটেছে।

গত মাসে মাসে ঘরোয়া বাজারে মাহিন্দ্রার মোট ২২,৫২৬টি যাত্রী গাড়ি বিক্রি হয়েছে। গত বছর উক্ত সময়ে ১৮,২৮৫ ইউনিট গাড়ি বেচেছিল তারা। ফলে বিক্রিবাটায় ২৩% বৃদ্ধি হয়েছে। আবার সংস্থার বাণিজ্যিক গাড়ির বিক্রি বেড়ে হয়েছে ২০,৪১১টি, গত বছর এপ্রিলে যা ছিল ১৬,১৪৭ ইউনিট। এছাড়া, এসইউভি সেগমেন্টে ২২,১৬৮ জন নতুন গ্রাহক যুক্ত হয়েছে মাহিন্দ্রার সাথে।

এপ্রিলে ২,৭০৫টি গাড়ি বিদেশে রফতানি করেছে মাহিন্দ্রা, গতবারে এর পরিমাণ ছিল ২,০০৫। সংস্থার সভাপতি বিজয় নাক্রা সংস্থার গাড়ির চাহিদা বৃদ্ধির প্রসঙ্গ টেনে বলেন, “চীনে লকডাউনের কারণে সরবরাহে ব্যাঘাত ঘটছে। আমরা সেগুলি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করি এবং প্রয়োজনুসারে সঠিক পদক্ষেপ গ্রহণ করছি।”

অন্য দিকে এপ্রিলে সংস্থার কৃষি সরঞ্জাম বিক্রি হয়েছে ৩৯,৪০৫ ইউনিট। ২০২১-এর এপ্রিলে যা ছিল ২৬,১৩০।এছাড়া গত মাসে ৪০,৯৩৯টি ট্রাক্টর বিক্রি করেছে মাহিন্দ্রা। আগের বছরে এই সময়ে ২৭,৫২৩টি ট্রাক্টর বিক্রি হয়েছিল। এপ্রিলে ১,৫৩৪টি ট্রাক্টর বিদেশে রফতানি করেছে তারা।

এই বিষয়ে সংস্থার সভাপতি (ফার্ম ইকুইপমেন্ট সেক্টর) হেমন্ত সিক্কা বলেন, “আমাদের ব্যবসা দৃঢ় অগ্রগতির সাক্ষী থেকেছে। রবি শস্য সংগ্রহ ট্রাক্টরের চাহিদা বাজারে বাড়িয়েছে।” প্রসঙ্গত গত মাসে সংস্থাটি তাদের সমস্ত প্রকারের যানবাহনের এক্স-শোরুম দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। এই বৃদ্ধির পরিমাণ ১০,০০০-৬৩,০০০ টাকা। কাঁচামালের খরচ বেড়ে যাওয়াকে কারণ হিসাবে দায়ী করা হয়েছিল।

Tags:    

Similar News