Earn Money Online: আজ ছুটির দিনে বাড়ি বসেই আয় করা যাবে ২,৫০০ টাকা, কীভাবে?

Update: 2022-10-30 09:59 GMT

অনলাইন গেমিং এখন তরুণ প্রজন্মের কাছে শুধু সময় কাটানো বা বিনোদনের মাধ্যম নয়, বরঞ্চ এখন বিভিন্ন গেম খেলেই টাকা বা পুরষ্কার জিতে নিচ্ছেন ইন্টারনেট ইউজাররা। এমনকি এখন Google Pay, Paytm-এর মত UPI প্ল্যাটফর্ম বা Flipkart-এর মত অনলাইন শপিং প্ল্যাটফর্মও ইউজারদের বেশ কিছু সহজ গেম খেলার সুযোগ দিচ্ছে, যাতে নগদ টাকা থেকে শুরু করে বহু আকর্ষণীয় 'রিওয়ার্ড' মিলছে। সেক্ষেত্রে আপনি যদি অনলাইন গেম খেলে টাকা আয় করতে চান, তাহলে Amazon India-র 'Daily QuizTime' নামের গেম ইভেন্ট আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। আসলে বিগত এক বছরেরও বেশি সময় ধরে লাইভ থাকা এই অনলাইন কুইজে অংশগ্রহণ করে পাঁচ-পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলেই রোজ ১,০০০ টাকা বা তারও বেশি পুরষ্কার হিসেবে পাওয়া যায়। এর মধ্যে আপনারা যদি গেমটির আজকের সংস্করণ খেলেন, তাহলে হয়ত এই রবিবারেই আপনার পকেটে এসে যাবে ২,৫০০ টাকা।

Amazon আজ দিচ্ছে ২,৫০০ টাকা পকেটস্থ করার সুযোগ, তাড়াতাড়ি করুন এই কাজ

অ্যামাজনের ডেইলি কুইজ গেমটি রোজ রাত ১২টায় (বা সকাল ৮টায়) শুরু হয় এবং এটি গোটা দিনের যেকোনো সময় খেলা যায়। তবে দিন বিশেষে গেমটির নতুন সংস্করণ লাইভ হয়, যাতে পুরস্কারের অ্যামাউন্টও পরিবর্তিত হয়; যেমন আজ গেমটি খেলে জিতলে অ্যামাজন পে ব্যালেন্সে পাওয়া যেতে পারে ২,৫০০ টাকা। তবে মনে রাখবেন, গেমটি থেকে পুরষ্কার জিতে নিতে জেনারেল নলেজ (GK) এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত পাঁচ-পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, যার মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে চারটি অপশন থাকবে। এক্ষেত্রে সব প্রশ্নের সঠিক উত্তর দিলেই যে গেমের পুরষ্কারের অর্থ হাতে পাবেন, এমন নিশ্চয়তা কিন্তু নেই। কারণ সঠিক উত্তরদাতারা বিশেষ লাকি ড্রয়ে পৌঁছে যাবেন, যার মধ্যে থেকে সংস্থা ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করবে আগামীকাল মানে ৩১শে অক্টোবর। এছাড়াও, এই পুরষ্কার নগদ টাকা হিসেবে সরাসরি হাতে পাওয়া যাবেনা; যেহেতু এই অ্যামাজন পে ব্যালেন্স হিসেবে এটি মিলবে তাই অ্যামাজন পে ইউপিআই ব্যবহার করে এই অ্যামাউন্ট নানাভাবে (জিনিস কেনা, রিচার্জ করা, বিল পরিশোধ ইত্যাদি) কাজে লাগাতে পারবেন ইউজাররা।

কীভাবে Amazon-এর কুইজ গেম খেলবেন?

অ্যামাজনের কুইজ গেমটি খেলতে চাইলে আগ্রহীদের অবশ্যই অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে সংস্থার শপিং অ্যাপটি ইনস্টল ও লগইন করে রাখতে হবে। উল্লেখ্য, এই কুইজ ডেস্কটপ বা ল্যাপটপে খেলা যাবে না। এক্ষেত্রে গেম চালু করতে প্রথমে অ্যামাজন অ্যাপ খুলে থ্রি লাইন আইকনে ক্লিক করতে হবে এবং 'ফানজোন' (Funzone) সেকশনে যেতে হবে। এরপর, একটু স্ক্রল করলে বা সার্চ বারে অনুসন্ধান করলেই দেখা যাবে 'ডেইলি কুইজ' নামক ব্যানার। আর ওই ব্যানারে ক্লিক করলে স্ক্রিনে প্রদর্শিত হবে 'স্টার্ট' (Start) বাটন, যাতে ক্লিক করলেই গেমের আজকের পাঁচটি প্রশ্ন অ্যাক্সেস করতে পারবেন আগ্রহীরা।

এখন নিশ্চয় ভাবছেন যে ঠিক কোন কোন প্রশ্নের উত্তর দিলে পুরষ্কার হিসেবে ২,৫০০ টাকা পাওয়া যাবে। সেক্ষেত্রে বলি চিন্তার কারণ নেই, আপনাদের লাকি ড্রয়ে পৌঁছানোর সুবিধার জন্য নিচে গেমের আজকের প্রশ্নসমূহ এবং তাদের উত্তর দেওয়া হল।

Amazon Daily QuizTime গেমের আজকের প্রশ্নোত্তর

১. Which Olympic medalist will face trial for murder in connection with the death of junior wrestler Sagar Dhankar?

উত্তর: Sushil Kumar

২. Who plays the role of Sherlock Holmes in the movie ‘Enola Holmes 2’?

উত্তর: Henry Cavill

৩. Indian origin Suella Braverman held which post in the UK government from which she resigned?

উত্তর: Home Secretary

৪. This is the Shanti Stupa. It is located in which of these places? (গেমে একটি ছবি প্রদর্শিত হবে)

উত্তর: Leh

৫. This is a sculpture of which famous actress? (গেমে একটি ছবি প্রদর্শিত হবে)

উত্তর: Marilyn Monroe

Tags:    

Similar News