Facebook: একের পর এক প্রোজেক্ট ফ্লপ, পদত্যাগ করতে চলেছেন মার্ক জুকারবার্গ

By :  ANKITA
Update: 2022-11-23 07:28 GMT

সম্প্রতি ১১ হাজার কর্মী ছাঁটাই করেছেন Meta -র সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। তিনি এই ছাঁটাইয়ের জন্য ক্ষমাও চেয়েছেন। তবে এখন শোনা যাচ্ছে মার্ক জুকারবার্গ নিজেই কোম্পানি ছাড়তে চলেছেন। রিপোর্টে অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে পদত্যাগ করতে পারেন মেটার সিইও। বলা হচ্ছে, একের পর এক প্রজেক্টে ব্যর্থতা জুকারবার্গ কে পদত্যাগ করতে বাধ্য করছে। রিপোর্টে, মেটার কমিউনিকেশন বিভাগের প্রধান অ্যান্ডি স্টোনও পদত্যাগ করতে পারেন বলে দাবি করা হয়েছে।

দ্য লিক নামের একটি ওয়েবসাইট তাদের রিপোর্টে দাবি করেছে, মার্ক জুকারবার্গ আগামী বছরেই কোম্পানি ছাড়তে চলেছেন। তিনি মেটাভার্স (Metaverse) প্রকল্পে জলের মতো অর্থ ব্যয় করেছেন, কিন্তু লাভের মুখ দেখছেন না। এছাড়া প্রতিনিয়ত লোকসানও হচ্ছে প্রতিষ্ঠানটির। এছাড়া তাদের VR প্রোজেক্টও বাজারে বিশেষ ভাবে সাড়া ফেলতে ব্যর্থ।

গত মাসের শুরুর দিকে ফিনান্সিয়াল টাইমস এর একটি প্রতিবেদনে বলা হয়, মেটার বিনিয়োগকারীরা এখন আর মার্ক জুকারবার্গ কে বিশ্বাস করছেন না। মেটা-তে বিনিয়োগ করা মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। ব্র্যাড গার্স্টনারের খোলা চিঠি থেকে এই সমস্ত কিছু প্রকাশ্যে এসেছে।

বলা হচ্ছে, মেটাভার্সের মতো প্রকল্পের ব্যর্থতা এবং কিছু বিনিয়োগকারীর বিদায়ের পর মার্ক জুকারবার্গ নিজেকে সরিয়ে ফেলতে চাইছেন। উল্লেখ্য, মেটাভার্সের কারণে মেটার স্টক ৭০% এরও বেশি হ্রাস পেয়েছে।

Tags:    

Similar News