ভারতে সেমিকন্ডাক্টর প্লান্ট বানাচ্ছে আমেরিকার কোম্পানি Micron, বিনিয়োগ করবে ২২ হাজার কোটি টাকা
মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরি চিপ নির্মাতা কোম্পানি মাইক্রন (Micron) টেকনোলজি জানিয়েছে যে, তারা খুব শীঘ্রই ভারতে তার প্রথম প্লান্ট স্থাপন করতে চলেছে। গত বৃহস্পতিবার কোম্পানিটি বলেছে, তারা গুজরাটে একটি নতুন সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি আর টেস্ট প্লান্ট তৈরি করবে, যার জন্য তাদের খরচ হবে ২.৭৫ বিলিয়ন ডলার (২২,৫৪০ কোটি টাকা)। মাইক্রন বলেছে যে, তারা দুটি ধাপে প্লান্ট স্থাপনের জন্য ৮২৫ মিলিয়ন ডলার (৮২.৫ কোটি টাকা) বিনিয়োগ করবে।
মাইক্রনকে সাহায্য করবে কেন্দ্র আর রাজ্য সরকার
মাইক্রন আরো জানিয়েছে যে, কেন্দ্র সরকার আর গুজরাটের রাজ্য সরকার উভয়েই তাদের এই কাজে সহায়তা করবে। সরকারের মডিফাইড এসেম্বলি, টেস্টিং,মার্কিং এন্ড প্যাকেজিং স্কিমের (ATMP) অধীনে মাইক্রনের প্লান্ট অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের অধীনে মাইক্রন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মোট প্রকল্পে ব্যয়ের জন্য ৫০ শতাংশ আর্থিক সহায়তা এবং গুজরাট রাজ্য থেকে মোট প্রকল্পের ব্যয়ের জন্য ২০% আর্থিক সহায়তা পাবে।
হাজার হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে
মাইক্রন বলেছে যে, গুজরাটে নতুন প্লান্টের নির্মাণ ২০২৩ সালে শুরু হয়ে যেতে পারে। আশা করা যায় আর এই প্রজেক্ট-এর প্রথম পর্যায়ের কাজও ২০২৪ এর মধ্যে শুরু হয়ে যাবে। এই প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ের কাজ এই সালেরই শেষের দিকে শুরু হতে পারে। এছাড়াও, কোম্পানি জানিয়েছে যে, এই প্লান্ট স্থাপন করা হলে আগামী কয়েক বছরে ৫০০০ নতুন চাকরির সুযোগ তৈরি হবে।
দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা মেটাবে এই প্লান্ট
কোম্পানি বলেছে প্লান্টে ডিআরএএম এবং এনএএনডি উভয় প্রোডাক্টের জন্যই অ্যাসেম্বলিং এবং টেস্ট ম্যানুফ্যাকচারিং-এর সুবিধা থাকবে এবং প্লান্টটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারেরও চাহিদা মেটাবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদনের প্রচারের জন্য মাইক্রোন প্রযুক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি বলেছিলেন যে, আমাদের দেশ বিভিন্ন সেমিকন্ডাক্টর রপ্তানিতে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, অ্যাসেম্বলি এবং টেস্ট ম্যানুফ্যাকচারিং স্থাপনের জন্য মাইক্রোনের বিনিয়োগ ভারতের সেমিকন্ডাক্টর বাজারকে মৌলিকভাবে পরিবর্তন করবে। এছাড়াও যত বেশি উচ্চপ্রযুক্তি ও নির্মাণ সংস্থা ভারতে আসবে, দেশে তত বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।