Windows ব্যবহারকারীরা এক্ষুনি করুন এই কাজ, অ্যালার্ট জারি করল Microsoft
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য উইন্ডোজ (Windows) ব্যবহারকারীদের অতি সত্বর জুন মাসের আপডেট ডাউনলোডের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট (Microsoft)। আজ্ঞে হ্যাঁ, মাত্র কিছুদিন আগেই সর্বসমক্ষে আসা জুন মাসের উক্ত আপডেট খুবই গুরুত্বপূর্ণ সিকিউরিটি সংস্কারের সাথে এসেছে বলে মাইক্রোসফট জানিয়েছে। Windows -এর সপ্তম, দশম অথবা একাদশ প্রজন্মের (7, 10 or 11) সিস্টেম ইউজার হলে একবারে সহজ উপায়ে আলোচ্য আপডেট ইনস্টল করা যাবে। শীঘ্রই এই আপডেট ইনস্টল না করলে সিস্টেম হ্যাকারদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভয় দেখাচ্ছে Follina, ইউজারদের শীঘ্রই জুন আপডেট ইনস্টল করার পরামর্শ দিল Microsoft
আসলে সিকিউরিটি গবেষকদের আবিষ্কৃত ফলিনা (Follina) নামক এক সুরক্ষাজনিত ত্রুটি সম্প্রতি উইন্ডোজ ইউজারদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে দেখা দেয়। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে Follina অতি দ্রুত তার জাল বিস্তার করে। তবে এবিষয়ে মাইক্রোসফটের দৃষ্টি আকর্ষণ করা হলেও, উক্ত সংস্থা তা পাত্তা দেয়নি।
কিন্তু সম্প্রতি পরিস্থিতি বদলেছে। অচিরেই প্রমাণ হয়ে গিয়েছে যে ফলিনা (Follina ) কতদূর পর্যন্ত ক্ষতি বাড়াতে পারে। সেজন্য ব্যবহারকারীদের তড়িঘড়ি নতুন আপডেট ইনস্টলের কথা বলেই উদ্ধার পেতে চাইছে মাইক্রোসফট। সংস্থাটির বক্তব্য, নতুন জুন আপডেট ডাউনলোড করলেই ইউজারেরা আলোচ্য সিকিউরিটি দুর্বলতা থেকে রেহাই পাবেন।
প্রসঙ্গত জানিয়ে রাখি, ফলিনা এমন এক ধরনের সুরক্ষাজনিত ত্রুটি, যা Microsoft Word -এর মতো সফটওয়্যারকে ব্যবহার করেও ইউজারের ক্ষতি করতে পারে। এর মধ্যেই চীনের একদল হ্যাকার উক্ত ত্রুটির ফায়দা উঠিয়ে তিব্বতের অজস্র ইউজারের সিস্টেমকে আক্রান্ত করেছে।
উল্লেখ্য, ফলিনা প্রাথমিকভাবে ইউজারের মাইক্রোসফট সাপোর্ট ডায়াগনস্টিক টুল বা এমএসডিটি'র (MSDT) ওপর সম্পূর্ণরূপে কবজা কায়েম করে। এই MSDT সিস্টেমে যাবতীয় প্রোগ্রাম অ্যাক্সেসের চাবিকাঠি। ফলে এর দখল নিয়ে যে কোনো সিস্টেমকে আক্রান্ত করা ফলিনার কাছে খুবই সামান্য ব্যাপার। একে রুখতে উইন্ডোজ ১০ ও ১১ ইউজারদের যথাক্রমে KB5014699 এবং KB5014697 ফার্মওয়্যার ডাউনলোডের পরামর্শ দেওয়া হচ্ছে।
আগেই বলেছি যে আমেরিকা ও ইউরোপে ফলিনা উল্লেখযোগ্যভাবে তার জাল বিস্তার করেছে। সেখানে আলোচ্য ত্রুটির কারণে মূলত সরকারি দপ্তরগুলিই আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে নকল মেসেজকে টোপ হিসেবে ব্যবহার করে হ্যাকারেরা সিস্টেমের নিয়ন্ত্রণ হাসিলের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।