iTunes বা Chrome ইউজারদের ফের সাবধান করল মোদী সরকার, এই কাজ না করলে পস্তাতে হবে
বিপদ, অস্বস্তি যেন কোনো সময়ই স্মার্টফোন-ইন্টারনেট ইউজারদের পিছু ছাড়ছেনা! মাত্র কয়েকদিন আগেই বহুল ব্যবহৃত Google Chrome ব্রাউজারে ত্রুটি খুঁজে পেয়ে ইউজারদের সতর্ক করেছিল ভারত সরকারের সাইবার টিম; কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সম্প্রতি আবারও ব্রাউজারটিতে বড় ঝুঁকি দেখা গেছে। আর শুধু Chrome-এ নয়, Apple iTunes ব্যবহারকারীদের জন্যও ঠিকই একই বিষয়ে সতর্ক থাকতে বলেছে কেন্দ্র। উভয় পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রেই নাকি হ্যাকিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।
Chrome, iTunes ব্যবহারকারীদের সতর্কবার্তা কেন্দ্রের
ভারত সরকারের ইলেকট্রনিক্স তথা তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In), অ্যাপল আইটিউনস এবং গুগল ক্রোমের ডেক্সটপ ভার্সনের সম্ভাব্য ত্রুটি সম্পর্কে ইউজারদের সতর্ক করেছে। তাদের মতে, পরিষেবার এই ফাঁকগুলি হ্যাকারদের ইচ্ছেমতো কোনো টার্গেটেড্ সিস্টেমে কোড এক্সিকিউট করার রাস্তা করে দেয় – তাও আবার দূর থেকেই। মূলত উইন্ডোজ (Windows)-এর ১২.১৩.২ ভার্সনের পূর্ববর্তী অ্যাপল আইটিউনস ভার্সনে এমন সমস্যা দেখা গেছে। অন্যদিকে ক্রোমের ক্ষেত্রে উইন্ডোজ-ম্যাক (Mac)-এর ১২৪.০.৬৩৬৭.২০১/.২০২ ভার্সনের আগের সফ্টওয়্যার এবং লিনাক্সে ১২৪.০.৬৩৬৭.২০১-এর আগের সংস্করণ নিয়ে যতো গোলমাল!
জানা গিয়েছে যে, অ্যাপল প্রোডাক্টের সুরক্ষা ত্রুটিটির নাম 'রিমোট কোড এক্সিকিউশন', যা কোরমিডিয়া কম্পোনেন্টের সমস্যা থেকে উদ্ভূত হয়। একইভাবে, গুগল ক্রোমের ভিজ্যুয়াল এবং অ্যাঙ্গেল কম্পোনেন্টের পাশাপাশি ওয়েব অডিওর ত্রুটি রিপোর্ট হয়েছে। সেক্ষেত্রে হ্যাকার হামলা তথা সম্ভাব্য বিপদ থেকে বাঁচতে ইউজারদের সংশ্লিষ্ট সংস্থাগুলির দ্বারা জারি করা সিকিউরিটি আপডেটগুলি প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
২৮,২০০টি ফোন বন্ধের নির্দেশ, ভেরিফিকেশন হবে ২০ লক্ষ মোবাইলের
প্রসঙ্গত উল্লেখ্য, অতিসম্প্রতি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট (DoT), টেলিকম সার্ভিস প্রোভাইডারদের ২৮,২০০ সংখ্যক মোবাইল হ্যান্ডসেট ব্লক করতে এবং ২০ লক্ষ মোবাইল কানেকশন নতুন করে ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে। মূলত সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতিতে টেলিকম সংস্থানগুলির অপব্যবহার রুখতেই স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য পুলিশের সাথে মিলে এই সিদ্ধান্ত নিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।