গ্লোবাল মার্কেটের পর Moto E32s এবার ভারতে লঞ্চ হচ্ছে, পাওয়া যাবে Jio Mart সহ এই সাইট থেকে

Update: 2022-06-01 06:12 GMT

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) গত সপ্তাহেই ইউরোপের বাজারে লঞ্চ করেছে তাদের E-সিরিজে অন্তর্ভুক্ত Moto E32s হ্যান্ডসেটটি এবং বিশ্বব্যাপী উন্মোচনের কয়েক দিনের মধ্যেই এবার সংস্থা তাদের এই বাজেট ফোনটি ভারতের বাজারে আনার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে। শুধু তাই নয়, মোটোরোলার তরফে Moto E32s-এর লঞ্চের তারিখটিও নিশ্চিত করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী ২ জুন আপকামিং মোটোরোলা হ্যান্ডসেটটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে। প্রসঙ্গত, Moto E32s ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে এবং MediaTek Helio G সিরিজের প্রসেসর রয়েছে। ফোনটি ভারতে তিনটি অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানা গেছে, এগুলি হল- ফ্লিপকার্ট (Flipkart), রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital) এবং জিও মার্ট (Jio Mart)।

মোটো ই৩২এস-এর স্পেসিফিকেশন (Moto E32s Specifications)

যেহেতু মোটো ই৩২এস ইতিমধ্যেই ইউরোপের কিছু দেশের মার্কেটে উপলব্ধ রয়েছে, তাই ডিভাইসটির স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই। এই ফোনে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৬০০×৭২০ পিক্সেল রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ২৬৮ পিপিআই পিক্সেল ঘনত্ব অফার করে৷

পারফরম্যান্সের জন্য, Moto E32s-এ মিডিয়াটেক হেলিও জি৩৭ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার চারটি পারফরম্যান্স-ওরিয়েন্টেড কর্টেক্স এ৫৩ (Cortex A53) কোরের ক্লক স্পিড ২.৩ গিগাহার্টজ এবং বাকি চারটি পাওয়ার-এফিশিয়েন্ট কর্টেক্স এ৫৩ (Cortex A53) কোর ১.৮ গিগাহার্টজে রান করে। এই প্রসেসরের সাথে পাওয়ারভিআর জিই৮৩২০ (IMG PowerVR GE8320) জিপিইউ যুক্ত। ইউরোপের মার্কেটে Moto E32s দুটি কনফিগারেশনে পাওয়া যায় 一 ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি। তবে ভারতেও এর একই র‍্যাম এবং স্টোরেজ অপশনগুলি পাওয়া যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, E32s-এর রিয়ার প্যানেলে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আবার সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto E32s-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে, মোটোরোলা এই হ্যান্ডসেটের বক্সে মাত্র ১০ ওয়াটেরই চার্জার অফার করে। বিশ্ববাজারে ডিভাইসটি স্লেট গ্রে এবং মিস্টি সিলভার-এর মতো কালার অপশনে উপলব্ধ রয়েছে। এছাড়া, Moto E32s-এর অন্যান্য ফিচারগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক সাপোর্ট, আইপি৫২ (IP52) ওয়াটার-রেপেলেন্ট ডিজাইন, ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ব্লুটুথ ৫.০ এবং ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই। সবশেষে, ফোনটির পরিমাপ ১৬৩.৯৫ x ৭৪.৯৪ x ৮.৪৯ মিলিমিটার এবং ওজন ১৮৫ গ্রাম।

Tags:    

Similar News