আগামীকাল ভারতে লঞ্চ‌ হবে Moto G45 5G, টার্বো ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা

By :  PUJA
Update: 2024-08-20 17:37 GMT

চলতি বছরের এপ্রিলে Moto G64 স্মার্টফোন লঞ্চ করে Motorola। এবার সংস্থাটি জি সিরিজের আরেকটি ফোন ভারতে আনছে। আগামীকাল অর্থাৎ 21 আগস্ট Moto G45 5G এদেশে লঞ্চ হচ্ছে। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। স্মার্টফোনটির ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর ও ব্যাটারি সম্পর্কিত তথ্য লঞ্চের আগেই জানা গেছে। আসুন Moto G45 5G সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Moto G45 5G এর দাম ভারতে এত হবে

মোটো জি45 5জি গত বছরে আসা মোটো জি44 5জি এর উত্তরসূরি হিসেবে আসবে। এই স্মার্টফোনটির দাম 18,999 টাকা থেকে শুরু হয়েছিল। ফলে মোটো জি45 5জি মূল্য একসমান বা এল কম হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী ভারতে Moto G45 5G এর দাম 15,000 টাকা থেকে শুরু হবে। এর সঠিক দাম আগামীকাল, 21শে আগস্ট জানা যাবে।

Moto G45 5G এর স্পেসিফিকেশন ও ফিচার (প্রত্যাশিত)

মোটো জি45 5জি লেদার ফিনিশ সহ আসবে। স্মার্টফোনের এজ বৃত্তাকার হবে। এটি সি গ্রিন, ডিপ ব্লু এবং রেড কালারে পাওয়া যাবে। এই ডিভাইসে 120 হার্টজ রিফ্রেশ রেট, পাঞ্চ-হোল ডিজাইন এবং গরিলা গ্লাস 3 সুরক্ষা সহ 6.5-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। হ্যান্ডসেটটি 8 জিবি র‌্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন3 চিপসেটের সাথে আসবে এবং এটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে।

ক্যামেরার কথা বললে Moto G45 5G ফোনে 50 মেগাপিক্সেল কোয়াড-পিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে, আর সেলফি এবং ভিডিও কলের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা সিস্টেমে ইমেজ অটো এনহ্যান্সিং, ম্যাক্রো ভিশন এবং অটো নাইট ভিশনের মতো ফিচার সাপোর্ট করবে। এর পাশাপাশি Moto G45 5G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে যা টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News