Moto G52 ভারতে আসছে 25 এপ্রিল, 20 হাজার টাকার কমে পাবেন দুর্দান্ত POLED ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল ক্যামেরা

Update: 2022-04-20 05:17 GMT

Moto G52 গত সপ্তাহে ইউরোপে লঞ্চ হয়েছিল। Motorola এবার এই ফোনটি ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৫ এপ্রিল নতুন এই বাজেট ফোনটি ভারতে আসছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ইতিমধ্যেই Moto G52 ফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে। ফিচারের কথা বললে, এই ফোনে পাওয়া যাবে pOLED পাঞ্চ হোল ডিসপ্লে, ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।

Moto G52 ফোনের ভারতে সম্ভাব্য দাম

মোটোরোলা এখনও ভারতে মোটো জি৫২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের দাম জানায়নি। তবে ফোনটি এদেশে ১৭,৯৯৯ টাকায় পাওয়া যেতে পারে। উল্লেখ্য, ইউরোপে মোটো জি৫২ ফোনের দাম শুরু হয়েছিল ২৪৯ ইউরো (প্রায় ২০,৬৫০ টাকা) থেকে।

https://twitter.com/motorolaindia/status/1516032352908378114

Moto G52 ফোনের স্পেসিফিকেশন

মোটো জি৫২ ফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চির পি-ওলেড ডিসপ্লে, যা ফুল এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০২পিপিআই পিক্সেল ঘনত্ব এবং ডিসিআই-পি৩ কালার গ্যামট অফার করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। আবার মোটো জি৫২ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং বোকেহ শটের জন্য ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

Moto G52 ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। ফোনটি ৪ জিবি / ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ সহ ইউরোপে লঞ্চ হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

এছাড়া Moto G52 ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাপোর্ট সহ ডুয়েল স্পিকারের সাথে এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা মোটোরোলার ৩০ ওয়াট টার্বোপাওয়ার ৩০ (TurboPower 30) প্রযুক্তি সাপোর্ট করে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউএক্স (My UX) ইউজার ইন্টারফেসে রান করে। ফোনটি আইপি৫২ (IP52) রেটিংপ্রাপ্ত।

Tags:    

Similar News