Moto G72 শীঘ্রই ভারতে পা রাখছে , পেল FCC, BIS সহ একাধিক সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র

Update: 2022-08-24 19:41 GMT

Motorola ইদানিং তাদের G-সিরিজের অধীনে একের পর এক ডিভাইস বাজারে লঞ্চ করছে। Moto G32, Moto G42 এবং Moto G62 5G হ্যান্ডসেটগুলি উন্মোচন করার পর, ব্র্যান্ডটি এখন Moto G72 মডেলটির ওপর থেকে পর্দা সরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে, কেননা সম্প্রতি কয়েকটি সার্টিফিকেশন ওয়েবসাইটে এই স্মার্টফোনটিকে খুঁজে পাওয়া গেছে। XT2255 মডেল নম্বর সহ আসন্ন একটি Motorola হ্যান্ডসেট মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC), টিডিআরএ (TDRA), বিআইএস (BIS) সার্টিফিকেশন এবং আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছে৷ আবার, একটি মোটো ফোন XT2255-1 মডেল নম্বরের সাথেও উল্লেখিত তিনটি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে৷ এই দুটি তালিকাই ডিভাইসটির বাণিজ্যিক নাম প্রকাশ করেছে, যা হল Moto G72। প্রসঙ্গত, স্মার্টফোনটি সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ডেটাবেসেও উপস্থিত হয়েছে, তাই ভারতেও এটি শীঘ্রই লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

Moto G72 পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

আসন্ন মোটো জি৭২ স্মার্টফোনটি XT2255 এবং XT2255-1 মডেল নম্বর সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, হ্যান্ডসেটটির ব্যাটারির মডেল নম্বর NE50। যেখানে, চার্জিং অ্যাডাপ্টারের মডেল নম্বর MC-331, MC-332, MC-333, MC-334 এবং MC-336৷ মোটোরোলা এনই৫০-এর টিইউভি (TUV) সার্টিফিকেশনটি নিশ্চিত করে যে, মোটো জি৭২ ৫,০০০ এমএএইচ (সাধারণ ক্ষমতা) ব্যাটারি ইউনিট সহ আসবে, তবে এই ব্যাটারির রেটেড ক্যাপাসিটি হবে ৪,৭০০ এমএএইচ।

প্রসঙ্গত, এই চার্জারগুলির জন্য ডেমকো (DEMKO) সার্টিফিকেশন সাইটের তালিকাটি উল্লেখ করেছে যে, স্মার্টফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সার্টিফিকেশন ডকুমেন্টটি প্রকাশ করেছে যে, চার্জারটি ১৫ ওয়াট (৫ভি/৩এ), ২৭ ওয়াট (৯ভি/৩এ), ৩০ ওয়াট (১২ভি/২.৫এ) এবং ৩৩ ওয়াট (১১ভি/৩এ) পাওয়ার আউটপুট সাপোর্ট করে। এছাড়াও, এফসিসি সার্টিফিকেশনটি নিশ্চিত করে যে, Moto G72 ব্লুটুথ সংযোগের সাথে এনএফসি সংযোগ সাপোর্ট করবে।

উল্লেখ্য, সম্প্রতি Moto G72 ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সাইট থেকেও অনুমোদন লাভ করেছে, যা এর ভারতে লঞ্চের দিকে ইঙ্গিত করছে। বিআইএস তালিকাটি থেকে জানা গেছে যে, ডিভাইসটির ভারতীয় ভ্যারিয়েন্টটির মডেল নম্বর XT2255-2। তবে এই লিস্টিংটি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

Tags:    

Similar News