নিশ্চিত! 11 আগস্ট লঞ্চ হচ্ছে Moto X30 Pro, Moto S30 Pro, Moto Razr 2022
Motorola তাদের লেটেস্ট কয়েকটি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট উন্মোচন করার জন্য গত ২রা আগস্ট চীনে একটি লাইভ লঞ্চ ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা করেছিল। আর সেই মতোই চলছিল প্রচারকার্য। কিন্তু কোনো অজানা কারণবশত Lenovo মালিকানাধীন সংস্থাটি প্রায় শেষ-মুহূর্তে তাদের এই ইভেন্ট বাতিল করে দেয়। তবে সম্প্রতি সংস্থা দ্বারা প্রকাশিত কয়েকটি টিজারে জানানো হয়, পরবর্তী ইভেন্টের তারিখ ১১ই আগস্ট রাখা হয়েছে, যা স্থানীয় সময় অনুসারে দুপুর ২টো এবং ভারতীয় সময়ে সকাল ১১:৩০টা নাগাদ থেকে শুরু হবে। আজ আবার Motorola স্বয়ং নিশ্চিত করেছে যে তাদের এই আপকামিং লঞ্চ ইভেন্টে তিনটি নতুন ডিভাইস ঘোষণা করা হবে, যথা - Moto X30 Pro, Moto S30 Pro, এবং Razr 2022। প্রসঙ্গত, নামের পাশাপাশি আলোচ্য মডেল-ত্রয়ীর ফিচার-তালিকাও লঞ্চের আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে।
মোটো এক্স৩০ প্রো -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Moto X30 Pro expected specifications)
মোটো এক্স৩০ প্রো ফোনটি - ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট, ১৬ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ আসবে। এতে একটি ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর) উপস্থিত থাকতে পারে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন এই ফোনে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সমর্থন সহ একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। এই ডিভাইসটিকে Motorola Edge 30 Ultra হিসাবে রিব্র্যান্ড করা হবে বলে জানা গেছে।
মোটো এস৩০ প্রো -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Moto S30 Pro expected specifications)
মোটো এস৩০ প্রো স্মার্টফোনে একটি ৬.৫৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে দেখা যাবে। এতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর ব্যবহার করা হতে পারে। এছাড়া এতে, ১৬ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম, ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ, ৬৮.২ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ একটি ৪,৭২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে।এস-সিরিজের এই ফোনটির ক্যামেরা কনফিগারেশন সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি। তবে এটিকে Motorola Edge 30 Fusion হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে বলে খবর পেয়েছি আমরা।
মোটো রেজার ২০২২ -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Moto Razr 2022 expected specifications)
মোটো রেজার ২০২২ ফোনটি ডুয়েল ডিসপ্লে ডিজাইনের সাথে আসবে। সেক্ষেত্রে এতে - ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস ফোল্ডেবল AMOLED ডিসপ্লে প্যানেল এবং একটি ২.৬৫-ইঞ্চির OLED কভার ডিসপ্লে থাকবে৷ ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, আপকামিং এই ডিভাইসে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়া এই ফোন হয়তো - ১৮ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম, ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৩,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে আসবে।
প্রসঙ্গত, মোটো এক্স৩০ প্রো, মোটো এস৩০ প্রো এবং মোটো রেজার ২০২২ স্মার্টফোন তিনটিকে ১১ই আগস্ট সন্ধ্যে নাগাদ থেকে সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হবে বলে আশা করা হচ্ছে।