Motorola -র এই দশটি ফোনে শুরুতে আসছে Android 13 আপডেট, আপনার মোবাইল আছে তালিকায়?
সম্প্রতি গুগল (Google) লেটেস্ট Android 13-এর Stable ভার্সনটি উন্মোচন করেছে এবং সমস্ত যোগ্য Google Pixel স্মার্টফোনের জন্য Android 13 Stable সংস্করণটি রোলআউট করা শুরু করেছে। আবার স্যামসাং (Samsung), ওয়ানপ্লাস (OnePlus), রিয়েলমি (Realme), ওপ্পো (Oppo), আসুস (Asus), শাওমি (Xiaomi), নোকিয়া (Nokia)-এর মতো ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই তাদের কিছু নির্বাচিত ফোনের জন্য Android 13 Beta ভার্সন রিলিজ করেছে। স্যামসাং অ্যান্ড্রয়েড ভিত্তিক ওয়ানইউআই ৫.০ (OneUI 5.0) কাস্টম স্কিনটি পরীক্ষা করছে। অন্যদিকে, ওয়ানপ্লাস এবং ওপ্পো সম্প্রতি অক্সিজেন ওএস ১৩ (Oxygen OS 13) এবং কালার ওএস ১৩ (Color OS 13)-এর জন্য যোগ্য ডিভাইসগুলির তালিকা ঘোষণা করেছে। রিয়েলমিও তাদের নিজস্ব রিয়েলমি ইউআই ৪ (Realme UI 4) ইউজার ইন্টারফেসটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আর তারই মধ্যে এখন, মোটোরোলা (Motorola) Android 13-এর জন্য যোগ্য মোটো ডিভাইসগুলির একটি তালিকা প্রকাশ করেছে, যেগুলিতে শীঘ্রই নতুন সফটওয়্যার আপডেট পৌঁছে যাবে।
Motorola প্রকাশ করলো Android 13 আপডেট পেতে চলা ডিভাইসগুলির তালিকা
মোটোরোলা ১০টি স্মার্টফোনের একটি তালিকা প্রকাশ করেছে, যেগুলি প্রথম অ্যান্ড্রয়েড ১৩ আপডেট পেতে চলেছে। যোগ্য হ্যান্ডসেটগুলির নাম ছাড়া, কোম্পানি রোলআউটের তারিখ বা কোনও টাইমলাইনও প্রকাশ করেনি। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি লঞ্চ হওয়া এজ সিরিজ এবং এজ ৩০ সিরিজের ডিভাইসগুলি যে অ্যান্ড্রয়েড ১৩ আপডেট পাবে তা বলাই বাহুল্য। তালিকায় থাকা ডিভাইসগুলি হল:
Motorola Edge+ (2022)
Motorola Edge (2022)
Motorola Edge 30 Pro
Motorola Edge 30
Moto G Stylus 5G 2022
Moto G 5G 2022
Moto G82 5G
Moto G62 5G
Moto G42
Moto G32
প্রসঙ্গত, তালিকাভুক্ত দশটি স্মার্টফোনের মধ্যে, ২০ আগস্ট পর্যন্ত ভারতে মাত্র ছয়টি ডিভাইস উপলব্ধ রয়েছে। এগুলি হল, Motorola Edge 30 Pro, Edge 30, Moto G82 5G, Moto G62 5G, Moto G42, এবং Moto G32।
উল্লেখ্য, এগুলি ছাড়াও আরও কিছু মোটোরোলা ডিভাইস রয়েছে, যেগুলি শীঘ্রই Android 13 আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। তবে সংস্থা এখনও Motorola Edge 20, Edge 20 Lite, Edge 20 Pro, Edge Plus, Moto G60, Moto G51 5G, Moto G52, Moto G22, Moto G31, Moto G40 Fusion এবং Moto G71 5G-এর মতো লেটেস্ট স্মার্টফোনগুলির জন্য আপডেটটি নিশ্চিত করেনি।