৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, Motorola Edge 30 5G প্রথম সেলে দুর্দান্ত অফারে কেনার সুযোগ

By :  SUPARNA
Update: 2022-05-16 09:42 GMT

বিশ্বের সবচেয়ে পাতলা 5G স্মার্টফোন হিসাবে গত ১২ই মে ভারতের বাজারে পা রেখেছিল Motorola Edge 30। আগামী ১৯শে মে ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। আর প্রথম সেল শুরু হওয়ার আগেই আজ ই-কমার্স সাইট Flipkart, এই স্মার্টফোনের উপর ফ্লাট ৩,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করলো। তবে শুধু ডিসকাউন্ট ঘোষণা করে ক্ষান্ত হয়নি অনলাইন শপিং সাইটটি, সাথে নানাবিধ ব্যাঙ্ক অফার উপলব্ধ করার কথাও জানিয়েছে। যারপর, প্রথম সেলেই Motorola-র এই লেটেস্ট 5G স্মার্টফোনকে সবথেকে কম দামে কিনে নেওয়া যাবে। চলুন সদ্য লঞ্চের মুখ দেখা Motorola Edge 30 5G স্মার্টফোনের সাথে কি অফার দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

Motorola Edge 30 5G দাম ও সেল অফার

মোটোরোলা এজ ৩০ ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা রাখা হয়েছে। সেল অফার হিসাবে উক্ত মডেলটির সাথে ফ্লাট ৯% বা ৩,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে ফ্লিপকার্ট। যারপর প্রথম সেলে এই নয়া স্মার্টফোনকে আপনারা মাত্র ২৭,৯৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন।

একই সাথে, লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা এই ফোনের উপর অতিরিক্ত ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর Axis ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে ৫% ক্যাশব্যাক অফার করা হবে। ফোনটি অরোরা গ্রীন ও মিটিওর গ্রে কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Motorola Edge 30 5G স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৩০ ফোনের সামনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২,৪৬০x১,০৮০ পিক্সেল) pOLED ডিসপ্লে, যা ১০-বিট প্যানেল এবং এইচডিআর১০+ কনটেন্ট সাপোর্ট করে। এছাড়া এই ডিসপ্লে ৫০০ নিট পিক ব্রাইটনেস ও ২০:৯ এসপেক্ট রেশিও অফার করবে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ সহ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউএক্স (MyUX) কাস্টম স্কিনে রান করে। মোটোরোলার এই ফোনটি ভারতে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ একক ভ্যারিয়েন্টে এসেছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Motorola Edge 30 ফোনের ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলিজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১১৮-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ম্যাক্রো ভিশন লেন্স, ১৬ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

মোটোরোলা এজ ৩০ ৫জি ফোনে, ২টি মাইক্রোফোন সহ ডুয়েল স্পিকার আছে। আর সিকিউরিটির জন্য এতে দেওয়া হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে - ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ডুয়েল সিম স্লট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, Motorola Edge 30 স্মার্টফোনে ৪,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নবাগত এই ফোনটি IP52 রেটিং সহ এসেছে এবং এর ওজন ১৫৫ গ্রাম।

Tags:    

Similar News