Motorola Frontier আসবে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 1+ প্রসেসর সহ

Update: 2022-05-03 04:50 GMT

মাস কয়েক ধরেই জল্পনা চলছে যে স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা "ফ্রন্টিয়ার" (Frontier) কোডনেমের একটি ফ্ল্যাগশিপ ফোনের ওপর কাজ করছে৷ এই হ্যান্ডসেটটি আপকামিং Qualcomm Snapdragon 8 Gen 1 Plus প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে বলে জানা গেছে৷ লেনোভো (Lenovo)-এর চীনা শাখার মোবাইল ফোন বিজনেস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার চেন জিন (Chen Jin) গত কয়েক মাস ধরেই সামাজিক মাধ্যমে একাধিকবার এই প্রিমিয়াম ফোনটির আগমনের ইঙ্গিত দিয়েছেন। এখন তিনি পুনরায় আপকামিং Motorola Frontier-এর একটি টিজার প্রকাশ্যে আনলেন।

শীঘ্রই বাজারে আসছে Motorola Frontier

লেনোভো চায়নার মোবাইল ফোন বিজনেস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার চেন জিন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এ একটি অজানা মোটোরোলা ফোনের টিজার পোস্ট করেছেন। অনুমান করা হচ্ছে, তিনি এর মাধ্যমে সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস চিপসেট সমন্বিত ফ্রন্টিয়ার ফোনের আগমনেরই ইঙ্গিত দিয়েছেন।

প্রসঙ্গত, এই ফোনের আরেকটি বিশেষত্ব হল এটি ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। গত মার্চে, জিন ১২৫ ওয়াট চার্জারের একটি ছবি প্রকাশ্যে এনেছিলেন, যা থেকে মনে করা হচ্ছে মোটোরোলা ফ্রন্টিয়ার হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে লঞ্চ হতে পারে৷ আর নতুন ওয়েইবো পোস্টেও একই ইঙ্গিত দেওয়া হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস প্রসেসরটি উন্মোচন করার পরেই সম্ভবত মোটোরোলা ফ্রন্টিয়ার ফোনটিও লঞ্চ করা হবে। এটি অনুমান করা হচ্ছে যে, কোয়ালকম মে মাসের প্রথম দিকে এই চিপটি উন্মোচন করবে। এর পাশাপাশি এই মার্কিন চিপসেট প্রস্তুতকারী সংস্থাটি আসন্ন স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেটটিও লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস চিপসেটে কর্টেক্স-এক্স কোর, কর্টেক্স-এ৭১০ এবং কর্টেক্স-এ৫১০ কোর থাকবে বলে আশা করা হচ্ছে। এতে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৩০ (Adreno 730) জিপিইউ থাকতে পারে এবং এই চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মাণ করা হবে বলে জানা গেছে।

অন্যদিকে Motorola Frontier আগামী জুন মাসে লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে। এই ফোনে ৬.৭ ইঞ্চির পোলেড (POLED) ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করবে। ফোনের ব্যাক প্যানেলে ২০০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফোনের সামনে ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। এই মোটোরোলা ফোনে ১২ জিবি র‌্যাম, ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলি থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Frontier-এ ১২৫ ওয়াট ওয়্যার্ড / ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এই ফোনটি Motorola Edge 30 Ultra নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে।

Tags:    

Similar News