মাসে ৯৯ টাকা খরচে Netflix দেখার সুযোগ, নভেম্বরে আসছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যান
আপনি যদি কম খরচে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, Netflix এর সাবস্ক্রিপশন চান, তাহলে আপনার অপেক্ষার অবসান হতে চলেছে। Netflix আগামী ১ নভেম্বর বিজ্ঞাপনযুক্ত একটি নতুন প্ল্যান লঞ্চ করতে চলেছে, যা সংস্থার অন্যান্য প্ল্যানের চেয়ে সাশ্রয়ী হবে। এর আগে, Netflix জানিয়েছিল যে, আগামী বছরের প্রথম দিকে তারা এই প্ল্যান আনবে, তবে Disney+ এর সাথে প্রতিযোগিতায় নামতে তারা সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, Disney+ আগামী ৮ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিজ্ঞাপনযুক্ত প্ল্যান চালু করতে চলেছে। তার আগেই Netflix আলোচ্য সস্তা প্ল্যান আনতে চাইছে। জানা গিয়েছে, আমেরিকায় এই নতুন প্ল্যানের দাম রাখা হতে পারে ৭ থেকে ৯ ডলার (৫৬০ থেকে ৭২০ টাকা)। তবে প্ল্যানটি যখন ভারতে লঞ্চ করা হয়, তখন এর দাম বিদ্যমান সমস্ত প্ল্যানের থেকে কম থাকবে।
সস্তা প্ল্যানের সাথে পাওয়া যাবে না সব ফিচার
রিপোর্ট অনুযায়ী, নেটফ্লিক্সের সস্তা প্ল্যানে ব্যবহারকারীরা অফলাইনে দেখার জন্য কোনও শো বা সিনেমা ডাউনলোড করতে পারবেন না। এছাড়াও, ৪৮০পি রেজোলিউশনে ভিডিও দেখতে পারবেন। এই প্ল্যানে প্রতি এক ঘণ্টার কনটেন্টে চার মিনিট করে বিজ্ঞাপন দেখানো হবে।
ভারতে Netflix প্ল্যানের মূল্য
ভারতে নেটফ্লিক্সের সবচেয়ে সস্তা মোবাইল প্ল্যানটি প্রতি মাসে ১৪৯ টাকা থেকে শুরু হয়। একই সঙ্গে বেসিক প্ল্যানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি মাসে ১৯৯ টাকা। নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড প্ল্যানটি ৪৯৯ টাকায় এবং প্রিমিয়াম প্ল্যানটি ৬৪৯ টাকায় সাবস্ক্রাইব করা যাবে। তবে নতুন প্ল্যানটির মূল্য মাসে ৯৯ টাকা রাখা হবে বলে অনুমান করা হচ্ছে।