Facebook ব্যবহার করেন? এই ধরণের ইমেইল পাঠিয়ে আপনাকে ফাঁদে ফেলতে পারে স্ক্যামাররা!

Update: 2022-04-30 04:46 GMT

এমনিতে Facebook (ফেসবুক) খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দিনের বেশির ভাগ সময় এতে প্রচুর মানুষ সময় কাটিয়ে থাকেন। কিন্তু এই কারণে এটি সর্বদা প্রতারকদেরও নজর থাকে। তাই Facebook ব্যবহারকারীদের অত্যন্ত সতর্ক হতে হবে বলেই নতুন রিপোর্টে বলা হয়েছে। এক্ষেত্রে দাবি উঠেছে যে, সামান্য ভুলের কারণে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের কাছে পৌঁছে যেতে পারে। আপনাদের অবগতির জন্য বলি, ইমেইল সিকিউরিটি ফার্ম অ্যাবনরমাল সিকিউরিটি (Abnormal Security)-র একজন সিকিউরিটি রিসার্চার সম্প্রতি একটি নতুন ইমেল-ফিশিং স্ক্যাম সম্পর্কে সতর্কতা জারি করেছেন। সেখানে ইউজারদের ব্যক্তিগত তথ্য চুরির প্রসঙ্গ উত্থাপিত হয়েছে।

ওই রিসার্চারের মতে, ফেসবুক ইউজাররা হালফিলে একটি ইমেইল পাচ্ছেন যাতে দাবি করা হচ্ছে তারা অ্যাকাউন্টের বিদ্যমান ত্রুটি অবিলম্বে ঠিক না করলে তাদের অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকি প্রয়োজনে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

মূলত, এই ফিশিং স্ক্যামের মাধ্যমে যত বেশি সম্ভব ইউজারকে টার্গেট করা হচ্ছে এবং ফেসবুক পেজ হ্যাক করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এক্ষেত্রে প্রতারকরা ফেসবুক ব্যবহারকারীর ইমেল আইডি, পাসওয়ার্ড, জন্ম তারিখ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য পাচ্ছে।

কীভাবে ইউজারের ফাঁদে ফেলা হচ্ছে?

ইউজাররা যে ইমেইল পাচ্ছেন তাতে একটি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কটি ইউজারকে একটি ফেসবুক পোস্টে নিয়ে যায় যেখানে তাদের থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়। এক্ষেত্রে ইউজাররা যদি এতে তথ্য দেন, তবে এই তা স্ক্যামারদের কাছে পৌঁছে যায়।

Tags:    

Similar News