রয়্যাল এনফিল্ডপ্রেমীদের উদ্দীপনা বাড়িয়ে আটটি নতুন বাইক লঞ্চের জন্য রেডি হচ্ছে
ভারতের রেট্রো মোটরসাইকেলের আইকনিক ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর অন্দরমহলে বর্তমানে ব্যস্ততা তুঙ্গে। সংস্থার আসন্ন বাইকের লম্বা লাইন দেখলে তাজ্জব হতে হয়। এদেশের গ্রাহকরা রয়্যাল এনফিল্ড থেকে যেন চোখ ফেরানোর সুযোগ না পান, তাই এই তোড়জোড়। একে একে সংস্থাটি ৮টি নতুন মডেল লঞ্চের জন্য মুখিয়ে আছে। যার মধ্যে এদেশের রাস্তায় সাতটি মডেলেরই টেস্টিং করতে দেখা গিয়েছে। আর একটির পরীক্ষা বিদেশে চালানো হচ্ছে। এই আটটি মডেলের মধ্যে আবার বেশিরভাগই ৬৫০ সিসি ইঞ্জিন সমেত আসবে। অন্যদিকে ৩৫০ সিসির মধ্যে নতুন প্রজন্মের Bullet 350 রয়েছে। যেটির সামনেই লঞ্চ। আসুন রয়্যাল এনফিল্ডের আসন্ন ৮টি মডেল সম্পর্কে এক নজরে দেখে নেওয়া যাক।
Bullet 350
লঞ্চের তালিকার সর্বপ্রথম মডেল হিসেবে নতুন প্রজন্মের Royal Enfield Bullet 350 হাজির করা হবে বলে মনে করা হচ্ছে। ১৯৪৮ থেকে বাইকটিতে তেমন কোনো পরিবর্তন ঘটানো হয়নি। তবে এবারে J প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এটি আসবে। আবার ইঞ্জিনে যুক্ত হতে পারে লিকুইড কুল্ড ফিচার। মোটরসাইকেলটি ১৮-২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত রাইডার ম্যানিয়া-তে লঞ্চ হতে পারে বলে জল্পনা চলছে।
নতুন ইঞ্জিন সহ Himalayan
৪১১-র পর এবার ৪৫০ সিসি ইঞ্জিন সহ আসতে চলেছে Royal Enfield Himalayan। ২০১৬ থেকে বাইকটির অনুরাগীর সংখ্যা ক্রমশই বাড়তে দেখা গিয়েছে। এবারে ৪৫০ সিসি মডেলের ওয়্যার স্পোক রিম এবং উন্নত সাসপেনশনের দেখা মিলতে পারে। বলা বাহুল্য, পাওয়ারও বাড়বে তাৎপর্যপূর্ণ হারে।
নেকেড স্টাইলের Himalayan
৪৫০ সিসির পাশাপাশি আবার নেকেড গোত্রের Himalayan আনার জন্য কোমর বেঁধেছে রয়্যাল এনফিল্ড। এতে ৪৫০ সিসি ইঞ্জিনের সাথে একটি নীচু সিট এবং ছোট কাস্ট অ্যালয় হুইলের দেখা মিলবে। মডেলটি শহুরে রাস্তায় চলাচলের উপযুক্ত হিসেবে হাজির করা হতে পারে।
650cc Twins
৬৫০ সিসি মডেলের মধ্যে রয়েছে Super Meteor 650 এবং Shotgun 650। সূত্রের খবর, উভয় মডেলের যান্ত্রিক বৈশিষ্ট্য প্রায় একই থাকবে। Super Meteor 650-এ ক্রুজার ঘরানার স্বাদ বেশি থাকার কারণে এর ফুটপেগটি অনেকটাই সামনের দিকে এগনো থাকবে।
Continental GT 650
Royal Enfield Continental GT 650 এবারে কিছু আপডেট পেতে চলেছে। এর আগে এটি বিএস-৬ আপগ্রেড পেলেও প্রাথমিক ফিচারের কোনো পরিবর্তন ঘটানো হয়নি। এবারের নয়া ভার্সনে আয়রন কাস্ট হুইল সহ আরও বেশকিছু আপডেট নজরে পড়তে পারে।
সেমি ফেয়ারিং সহ Continental GT 650
সেমি ফেয়ারিং সমেত Continental GT 650-এরও ট্রায়াল চালানোকালীন দর্শন পাওয়া গিয়েছে। এটি আবার সংস্থার রেসিং মডেল GT-R 650-র উপর নির্ভর করে আসতে চলেছে। এটি রেসিংয়ের জন্য আদর্শ মডেল হবে বলেই আশা করা হচ্ছে।
650cc Scram
এ বছর Royal Enfield Scram 411 একটি ৪১১ সিসি ইঞ্জিন সমেত লঞ্চ হয়েছে। এবারে ৬৫০ সিসি ইঞ্জিনের সাথে যাত্রা শুরু হতে চলেছে এর। যদিও ৬৫০ সিসি স্ক্র্যাম-কে বিদেশের মাটিতে স্পট করা হয়েছে। যা দেখে মনে করা হচ্ছে এটি এখনো নির্মাণ কার্যের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ২০২৩-এর শেষ পর্যায়ে বাজারে হাজির হতে পারে বাইকটি।