Kawasaki-র বিশেষ চমক, উন্নত ফিচার দিয়ে নয়া Ninja 650 স্পোর্টস বাইক লঞ্চ করল, দাম?

By :  SUMAN
Update: 2022-11-16 07:33 GMT

কাওয়াসাকি ভারতে তাদের Ninja 650-এর উন্নত ভার্সন মডেল লঞ্চ করল। এদেশে মাঝারি ওজনের স্পোর্টস বাইকটির দাম ৭.১২ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। Kawasaki Ninja 650-এর নয়া ভার্সনটি (২০২৩) সিঙ্গেল লাইম গ্রীন শেড সহ এসেছে। নতুন আপডেট বলতে নতুন মডেলটি ডুয়েল চ্যানেল এবিএস-এর সাথে কাওয়াসাকি ট্র্যাকশন কন্ট্রোল (KRTC) পেয়েছে। ফলে বিদায়ী মডেলটির তুলনায় নতুনটি ১৭,০০০ টাকা মহার্ঘ হয়েছে।

কেআরটিসি সিস্টেমটি 2023 Kawasaki Ninja 650-তে দুটি মোড যোগ করেছে। মোড ১ বাইকের কর্নারিং এফোর্টে সহায়তা করবে, যেখানে মোড ২ ভালো গ্রিপের জন্য ইঞ্জিন আউটপুট কমানোর সময় চাকার অতি মাত্রায় ঘূর্ণন প্রতিরোধ করবে। ভেজা রাস্তায় চলাচলের সময় দ্বিতীয় মোডটি বিশেষভাবে কার্যকরী বলে জানিয়েছে সংস্থা। আবার এই কেআরটিসি ফিচারটি অফ করেও রাখা যাবে।

Kawasaki Ninja 650-এ একটি ৬৪৯ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। যা থেকে ৮,০০০ পিএম গতিতে ৬৭ বিএইচপি শক্তি এবং ৬,৭০০ আরপিএম গতিতে ৬৪ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে দেওয়া হয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। এটি একটি শক্তিশালী ট্রেলিস স্টিল ফ্রেমের উপর ভিত্তি করে এসেছে। সাসপেনশন হিসেবে সামনে ৪১ মিমি টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মোনোশক ইউনিট রয়েছে।

ব্রেকিংয়ের জন্য সামনে ডুয়েল পিস্টন ক্যালিপার যুক্ত ৩০০ মিমি ডিস্ক ব্রেক এবং পেছনে সিঙ্গেল পিস্টন ক্যালিপার যুক্ত ২২০ কিমি পেটাল ডিস্ক উপস্থিত। আবার এতে Dunlop Sportmax Roadsport 2 টায়ার দেওয়া হয়েছে। ফিচারের তালিকায় রয়েছে টুইন এলইডি হেডল্যাম্প, ১৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক, ৪.৩ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, যা স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যাবে। বাইকটির ডেলিভারি এ মাসের শেষ থেকে শুরু হবে।

Tags:    

Similar News