TVS Raider একঝাঁক নতুন ফিচারের সাথে ভারতে লঞ্চ হবে আগামীকাল, কত দাম হবে এই স্টাইলিশ বাইকের

By :  techgup
Update: 2022-10-18 12:58 GMT

TVS গত বছর ভারতে Raider 125 মডেলের একটি দুর্দান্ত স্টাইলিশ কমিউটার বাইক লঞ্চ করেছিল। দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া এই মোটরসাইকেল ইতিমধ্যেই পা রেখেছে প্রতিবেশী দেশ বাংলাদেশে সংস্থার তরফে জানানো হয়েছিল, ভবিষ্যতে Raider-এর একটি টপ ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে, যা আরও উন্নত ফিচার্সের সাথে আসবে এক বছরেরও বেশি সময় পর টিভিএস তাদের সেই প্রতিশ্রুতি এবার রাখতে চলেছে। TVS Raider এর নয়া ভ্যারিয়েন্ট আগামীকাল, ১৯ অক্টোবর ভারতে লঞ্চ হবে। বাইকটি এমনিতেই আধুনিক নানা বৈশিষ্ট্যে পরিপূর্ণ। নতুন মডেলটি আরও একঝাঁক নতুন ফিচার্সে সজ্জিত হয়ে আসবে। তার আগে জেনে নিন কী কী নতুন আপডেট থাকছে আপকামিং ভ্যারিয়েন্টে?

নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার

নতুন টিভিএস রাইডার সংস্থার SmartXonnect প্রযুক্তির সাথে আসবে। এলসিডি কনসোলের বদলে একটি ৫-ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হবে। সাথে থাকছে ভয়েজ অ্যাসিস্ট। ব্লুটুটের মাধ্যমে মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত করে ড্যাশবোর্ডের স্ক্রিনে জিপিএস নেভিগেশন, ইনকামিং কল অ্যালার্ট ও মেসেজ নোটিফিকেশন অ্যাক্সেস এবং মিউজিক কন্ট্রোল করা যাবে। এছাড়া ডিসপ্লেতে টপ স্পিড রেকর্ডার, ফুয়েল ইকোনমি এবং রেঞ্জ আগের মতই এবারেও দেখা যাবেবে।

অপরিবর্তিত ডিজাইন

বাইকটির বাহ্যিক আকার ও বৈশিষ্ট্য আগের মতই অপরিবর্তিত থাকছে। স্টাইল এলিমেন্ট হিসেবে রয়েছে ডিআরএল যুক্ত এলইডি হেডলাইট, বডির রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে হেডলাইট মাস্ক ও ফ্রন্ট ফিল্ডার, ইঞ্জিন কাউল, স্প্লিট সিট এবং ডুয়েল টোন রঙের সাথে একজস্ট পাইপ। নতুন কানেক্টেড ভ্যারিয়েন্টের কালার কম্বিনেশনেও কোনো পরিবর্তন থাকবে না বলে আশা করা যায়। বর্তমানে টিভিএস রাইডার ১২৫ বাইকটি স্ট্রাইকিং রেড, ব্লেজিং ব্লু, উইকড ব্ল্যাক ও ফিয়ারি ইয়োলো কালার কম্বিনেশন পাওয়া যায়।

এক স্পেসিফিকেশন

নতুন কানেক্টেড ভার্সন ও পূর্ববর্তী সংস্করণের পারফরম্যান্স ও অন্যান্য স্পেসিফিকেশনগুলির মধ্যে কোনও তারতম্য দেখা যাবে না। আগের মতোই ১২৪.৮সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, থ্রি ভাল্ভ ইঞ্জিন চলার শক্তি যোগাবে একে। ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত এই ইঞ্জিনটি ৭,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১১.২ বিএইচপি শক্তি ও ৬,০০০ আরপিএম করতে সর্বাধিক ১১.২ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

৫.৯ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘণ্টা গতিবেগ তোলা যাবে। আর টপ স্পিড ঘন্টায় ৯৯ কিমি। সাসপেনশন সেটআপ হিসাবে সামনে আগের মতই টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক অ্যাবজর্ভার থাকবে। অন্যদিকে ব্রেকিংয়ের কাজটি সামলাতে সামনের চাকায় পেটাল ডিস্ক ও পিছনে ড্রাম ব্রেক অবস্থান করবে।

ফিচার্স

ব্লুটুথ ফেসিলিটি এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট ছাড়া টিভিএস রাইডারের এই কানেক্টেড ভ্যারিয়েন্টে আর সাধারণ মডেলের মধ্যে কোনও ফারাক থাকবে না। আগের মতই এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, চিরাচরিত টার্ন ইন্ডিকেটর, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, দুই ধরনের রাইডিং মোড (ইকো ও পাওয়ার) এবং আইডেল স্টার্ট/স্টপ সিস্টেম থাকবে আপডেটেড রাইডারে।

আনুমানিক মূল্য

টিভিএস রাইডারের কানেক্টেড ভার্সনের দাম অন্যান্য মডেলগুলির তুলনায় বেশি হবে। অতিরিক্ত ফিচার্স যোগ হওয়ার ফলে একে টপ-এন্ড মডেল হিসাবে রাখবে সংস্থা। এক্স শোরুম মূল্য ৯০,০০০ টাকার আশেপাশে হতে পারে। দেশীয় বাজারে Hero Glamour X-Tec ও Honda SP125 এর সঙ্গে প্রতিযোগিতা চলবে।

Tags:    

Similar News