নতুন জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর, খরচ হবে ৮০০০ কোটি টাকা

By :  SUMAN
Update: 2022-04-30 08:42 GMT

ইদানিং বিভিন্ন রাজ্যে, কেন্দ্রের একের পর এক জাতীয় সড়কের উদ্বোধনের সাক্ষী থাকছে সমগ্র দেশবাসী। এবারে ফের একবার সড়ক উদ্বোধনের খবর সামনে এল। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari) শুক্রবার হায়দরাবাদে একসাথে ১২টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করলেন। যার জন্য কেন্দ্রের খরচ হবে ৮,০০০ কোটি টাকা। একই সাথে তিনি হায়দ্রাবাদে সিআরআইএফ (CRIF) প্রকল্পের শিলান্যাস করেন।

এই ১২টি জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য ৪৬০ কিমি। প্রকল্পটি বাস্তবায়িত হলে তেলেঙ্গানার সাথে মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধপ্রদেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী। মানুষ অধিক স্বাচ্ছন্দ্য ও কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। গডকড়ী বলেন, “উচ্চগতির হাইওয়ে প্রকল্প ওই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে জোয়ার নিয়ে আসবে এবং তরুণ প্রজন্মের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান তৈরি করবে।”

উক্ত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, মেজর জেনারেল ভি কে সিং, বেমুলা প্রশান্ত রেড্ডি সহ অন্যান্য সাংসদ ও বিধায়কগণ। প্রসঙ্গত, গত সোমবার পরিবহণ মন্ত্রী মহারাষ্ট্রে ৭টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেছিলেন। যার জন্য কেন্দ্রের ৫,৫৬৯ কোটি টাকা ব্যয় হবে। মহারাষ্ট্রের প্রকল্পটি শহরের যানজট, পথদুর্ঘটনা ও পরিবেশ দূষণের মাত্রা কমাতে সহায়তা করবে বলে মন্তব্য করেছিলেন গডকড়ী।

এছাড়াও সম্প্রতি তিনি ছত্তিশগড়ে ৩৩টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করেন। যা বাস্তবায়িত করতে ৯,২৪০ কোটি টাকার প্রয়োজন। শিলান্যাস কালে তিনি বক্তব্য রাখেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ে আমেরিকার মতো রাস্তার পরিকাঠামো উন্নত হবে। তাঁর কথায়, যে কোনো রাজ্যের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ জল, পরিবহণ বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা।

Tags:    

Similar News