Nothing Drops: উপহার, ফ্রি খাবার-পানীয় সহ এলাহি ব্যবস্থা, দেশে প্রথম দোকান খুলছে নাথিং

By :  techgup
Update: 2023-07-08 08:15 GMT

আগামী সপ্তাহেই বিশ্ববাজার পা রাখতে চলেছে বহু প্রতীক্ষিত Nothing Phone (2)। নাথিং আগামী ১১ জুলাই স্মার্টফোনটি লঞ্চ করবে। এটি ভারতে ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে ভারতে বিক্রি হবে এবং সেখানে আগে থেকেই প্রি-অর্ডার লাইভ রয়েছে। নতুন স্টার্টআপ হওয়ার কারণে, নাথিংয়ের অফলাইন উপস্থিতি নেই বললেই চলে। ফলে গ্রাহকদের অনলাইনে মাধ্যমে ভরসা করতে হয়। এবার কেউ যদি কেনার আগে Nothing Phone (2) হাতে নিয়ে দেখতে চান, তাদের জন্য কোম্পানি একটি বিশেষ ব্যবস্থা করেছে। নাথিং ড্রপস (Nothing Drops) নামক পপ-আপ স্টোরের মাধ্যমে অফলাইনে স্মার্টফোনটি কেনা যাবে বলে জানানো হয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া Ear (2)-এর ব্ল্যাক ভ্যারিয়েন্টটিও এই স্টোরে মিলবে৷

Nothing বেঙ্গালুরুতে তাদের প্রথম পপ-স্টোর চালু করছে

নাথিং ঘোষণা করেছে যে, তারা ভারতে নাথিং ড্রপস নামে সাময়িক ভাবে একটি দোকান খুলবে। পপ-আপ স্টোরটি আগ্রহী ক্রেতাদের আসন্ন নাথিং ফোন (২) এবং ইয়ার (২)-এর ব্ল্যাক ভ্যারিয়েন্ট ব্যক্তিগতভাবে ব্যবহার করে দেখার সুযোগ করে দেবে। নতুন ফোনের পাশাপাশি, নাথিং ইয়ার স্টিক, নাথিং পাওয়ার ৪৫ ওয়াটের চার্জার এবং নাথিং ফোন ২ অ্যাক্সেসরিগুলিও বেঙ্গালুরুর নাথিং ড্রপস স্টোরে পাওয়া যাবে। সেখানে ক্রেতাদের এক্সক্লুসিভ গিফ্ট, ফুড ও ড্রিঙ্কস অফার করা হবে বলে জানা গিয়েছে। দোকানটি বিন্নিপিট, গোপালপুরার লুলু মলে অবস্থিত এবং আগামী ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ছ'টায় খুলবে।

তবে, এই পপ-আপ স্টোরটিতে সীমিত স্টক থাকবে এবং একবার বিক্রি হয়ে গেলে, নাথিং কোনো প্রোডাক্ট রিস্টক করবে না। এটি একটি ' ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ' ইভেন্ট হবে। সুতরাং, আগ্রহীদের দ্রুত দোকানে পৌঁছাতে হবে। এই অফলাইন স্টোরগুলি শুধুমাত্র ভারতেই নয়, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, বার্লিন, দুবাই এবং কুয়ালালামপুরেও ১৩ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চালু থাকবে৷

জানিয়ে রাখি, Nothing Phone (2) গ্লোবাল মার্কেটে আগামী ১১ জুলাই বিকাল ৪ টায় (ব্রিটিশ সামার টাইম)-এ লঞ্চ হচ্ছে। লঞ্চের আগে এখন, ডিভাইসটি কিছু ব্যাঙ্কের কার্ডে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও আকর্ষণীয় অফার সহ প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে।

Tags:    

Similar News