Nothing Phone 1 ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, Android 13 আপডেট আসছে 2022 সালেই
Nothing চলতি বছরের শেষার্ধে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) ভিত্তিক নাথিং ওএসের (Nothing OS) বিটা ভার্সন রোলআউট করার পরিকল্পনা করছে, এমন তথ্যই সম্প্রতি প্রকাশ্যে আনলেন সিইও কার্ল পেই (Carl Pei)। একই সাথে উক্ত সংস্থাটি ২০২৩ সালের প্রথম কোয়ার্টারের মধ্যে একটি স্টেবল অ্যান্ড্রয়েড ১৩ আপডেট প্রকাশ করার পরিকল্পনা করছে বলেও জানা গেছে। এই বিষয়ে টুইটারে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে, ইউজার এক্সপেরিয়েন্সের সাথে আপোষ করে অন্তত আপডেট রিলিজের জন্য তাড়াহুড়ো করার কোনো পরিকল্পনা নেই। তাই অপারেটিং সিস্টেম সংক্রান্ত্র এই আপডেটগুলিকে ধীরেসুস্থেই রোল আউট করা হবে গ্রাহক-বেসের জন্যে। প্রসঙ্গত জানিয়ে রাখি, গত জুলাই মাসে সংস্থার প্রথম স্মার্টফোন হিসাবে Nothing Phone 1 বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করে, যা তৎকালীন সময়ে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক সংস্থার নিজস্ব কাস্টম ইউজার ইন্টারফেস সহ এসেছিল।
গতকাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ওএস এর বিটা এবং স্টেবল ভার্সন রোলআউট সম্পর্কিত বিশদ তথ্য প্রদান করেছেষ নাথিং সংস্থার সিইও কার্ল পেই। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন যে, নাথিং তাদের আসন্ন ওএস আপডেটের মাধ্যমে "কিছু মজাদার এবং আকর্ষণীয় সফ্টওয়্যার অভিজ্ঞতা অফার করতে চায়।" যদিও, সংস্থার আসন্ন অ্যান্ড্রয়েড ১৩ ওএস আপডেটের সম্ভাব্য বৈশিষ্ট্যগুলি কিরূপ হবে তার বিশদ এখনো প্রকাশ্যে আনা হয়নি।
প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিং ওএস দ্বারা চালিত নাথিং ফোন ১ গত জুলাই মাসে লঞ্চ হয়েছিল। তৎকালীন সময়ে, আলোচ্য হ্যান্ডসেট ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি প্যাচ (প্রতি ২ মাস অন্তর) অফার করবে বলে ব্যবহারকারীদের আশ্বস্ত করেছিল লন্ডন-ভিত্তিক এই সংস্থাটি। আর প্রতিশ্রুতি মতো, নাথিং "ইউজারদের ফিডব্যাক পর্যবেক্ষণ তথা পর্যালোচনা করছে এবং ইতিমধ্যেই উন্নত ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি লাইফ এবং নতুন ফিচার সহ ৩টি সিস্টেম আপডেট প্রকাশ করেছে," বলে টুইটে উল্লেখ করেছেন কার্ল পেই।
উল্লেখ্য, Nothing Phone 1 হ্যান্ডসেটের জন্য ধীরে ধীরে ১.১.৩ ওএস ভার্সন রোলআউট করা হচ্ছে বলে কিছু দিন আগেও ঘোষণা করা হয়েছিল। জানা যাচ্ছে এই আপডেট - নাইট মোড এবং HDR টেকনোলজির জন্য উন্নত প্রসেসিং টাইম সহ বেশ কয়েকটি উন্নত ক্যামেরা ফিচার অফার করবে। একই সাথে, আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার করার সময় কালার স্যাচুরেশন আগের থেকে বেশি সমৃদ্ধ বলেও দাবি করা হয়। তদ্ব্যতীত, জুম ব্যবহার করার সময় ইমেজ নয়েজ হ্রাস করা হয়েছে এবং তীক্ষ্ণতা বা শার্পনেস আরো বৃদ্ধি পাবে। এছাড়া কার্ল পেইয়ের বিবৃতি অনুসারে, এই আপডেটের মাধ্যমে ডিভাইসের অন্যান্য পারফরম্যান্স অপ্টিমাইজেশন এবং বাগ ফিক্সও করা হয়েছে।