Online Scam: পুলিশের নামে জালিয়াতির চেষ্টা, চাওয়া হচ্ছে আধার, ATM পিনের মতো তথ্য

Update: 2023-06-06 03:15 GMT

মানুষ মানুষকে ঠকাতেই থাকে নানাভাবে, নানা সময়ে! কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে অনলাইন স্ক্যাম যেন আমাদের ব্যস্ত জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সাইবার ক্রিমিনালরা এখন মানুষকে ঠকাতে প্রায় প্রতিদিনই নতুন নতুন উপায় উদ্ভাবন করছে। যেমন এখন দিল্লি পুলিশের নাম ব্যবহার করে মানুষকে বোকা বানানোর ফিকির শুরু করেছে স্ক্যামাররা। নতুন রিপোর্ট অনুযায়ী, সাইবার জালিয়াতরা হালফিলে দিল্লি পুলিশের নামে লোকজনকে ফোন করে তাদের কাছ থেকে OTP চাইছে। আর শুধু OTP নয়, এই জালিয়াতরা আধার (Aadhaar) কার্ড, প্যান (PAN) নম্বর, সিভিভি (CVV) নম্বরের মতো তথ্যও চাইছে বলে জানা গিয়েছে।

অনলাইন জালিয়াতদের খপ্পরে চলচ্চিত্র সমালোচক

সম্প্রতি সুচরিতা নামের এক ফিল্ম ক্রিটিক একটি টুইট করেছেন, যেখানে তিনি ঘটনাক্রমে একটি অটোমেটিক কল পাওয়ার কথা বলেছেন। ওই কলে তাঁকে ১ প্রেস করতে বলা হয়; এরপর তিনি যথারীতি ডায়ালপ্যাডে ১ প্রেস করলে কোনো ব্যক্তির কাছে কলটি ট্রান্সফার হয়, যিনি নিজেকে রাহুল সিং পরিচয় দিয়ে নয়াদিল্লির কীর্তিনগর থানায় কর্মরত আছেন বলে দাবি করেন। এক্ষেত্রে রাহুল, সুচরিতাকে বলেন যে তার এটিএম কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড সম্প্রতি হারিয়ে গেছে যা পুলিশের কাছে রয়েছে।

এরপর কলে সুচরিতার কাছে তার এটিএম কার্ড নম্বর চাওয়া হয়ে এবং সিভিভি নম্বরও জিজ্ঞাসা করা হয়। কিন্তু সৌভাগ্যক্রমে বলুন বা সাবধানের বশে, সুচরিতা বুঝতে পারেন যে এটি ভুয়ো বা স্ক্যাম কল। তাই তিনি নিজের কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করেননি। ফলত এবারের ঘটনায় কোনো ক্ষতি হয়নি। সেক্ষেত্রে দিল্লি পুলিশও ওই মহিলার টুইটের জবাব দিয়েছে এবং বলেছে যে এই ধরনের কল পেলে সেই বিষয়ে দিল্লি পুলিশের অনলাইন পোর্টালে রিপোর্ট করা উচিত।

অনলাইন স্ক্যাম থেকে সাবধানে থাকুন

আজকাল এই ধরনের ভুয়ো কল এবং মেসেজ প্রচুর পরিমাণে ছড়াচ্ছে, তাই কোনোরকম ক্ষতি এড়াতে চাইলে আপনাকে চোখ-কান খোলা রাখতেই হবে। যেমন, সন্দেহভাজন কোনো ফোন নম্বর দেখলে সেটিকে ব্লক করা এবং অপ্রত্যাশিত কল-মেসেজ সম্পর্কে পুলিশে অভিযোগ করা উচিত। এদিকে এখন পার্ট টাইম জব সংক্রান্ত অনলাইন কেলেঙ্কারিও বলতে গেলে তুঙ্গে পৌঁছেছে। তাই কোনো ধরণের কাজের বা টাকা রোজগারের প্রলোভনে পা দেবেননা!

Tags:    

Similar News