বাড়িতে অনেক পুরোনো পোশাক জমে গেছে? এভাবে Online-এ বিক্রি করে টাকা আয় করুন
Earn Money Online: আদিম জীবন থেকে সভ্যতায় পা দেওয়ার সেই গোড়ার মুহূর্ত থেকেই মানুষ নিজেকে পোশাক দিয়ে ঢেকে লজ্জা নিবারণ করে চলেছে। তবে এই একবিংশ শতাব্দীতে জামা-কাপড় শুধু শরীর ঢাকার আবরণ নয়, বরঞ্চ স্থান-কাল-পাত্র (পড়ুন লিঙ্গ) ভেদে মানুষের অভিরুচি, মেজাজ এবং অবস্থান প্রকাশ পায় তার সাজ পোশাকের মাধ্যমেই। যে কারণে অধিকাংশই বিভিন্ন ধরনের জামাকাপড় কিনে থাকেন। এমনকি কেউ কেউ পোশাক সম্পর্কে এতটাই শৌখিন হন যে, তাঁরা নিয়মিত পোশাক শপিং করে থাকেন। এর ফলে বাড়িতে কার্যত জামাকাপড়ের পাহাড় জমে যায়। এমনকি অনেকের ক্ষেত্রে এমন পরিস্থিতি উদ্রেক হয় যে, গুচ্ছের পোশাকের কী সদগতি হবে তা বুঝে ওঠা যায়না। সেক্ষেত্রে আপনারও যদি বর্তমানে একই অবস্থা হয়ে থাকে, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সমাধান। আপনি এবার নিজের পুরোনো ফ্যাশন আইটেমগুলি তাদের কন্ডিশন অনুযায়ী বাড়ি বসে বিক্রি করতে (Sell Old Clothes Online) পারবেন, আর তার প্রেক্ষিতে পেতে পারেন ভালো দামও – এর জন্য কেবল কিছু অ্যাপ বা ওয়েবসাইট কাজে লাগাতে হবে।
পুরোনো পোশাক বিক্রির জন্য এই App ইউজ করলে বহু ফায়দা
মার্কেটে Freeup: Sell & Buy Clothes বলে একটি অ্যাপ এই মুহূর্তে উপলব্ধ রয়েছে, যার মাধ্যমে বাড়ি বসে পুরোনো পোশাক-পরিচ্ছদ বিক্রি করা যাবে, আর তার বদলে মিলবে নির্দিষ্ট রিওয়ার্ডও। এই অ্যাপে জমা কয়েন রিডিম করে তা রিচার্জের সময় বা BigBasket, Nykaa, Myntra BookMyShow, Swiggy ইত্যাদি প্ল্যাটফর্মে ব্যবহার করলে ডিসকাউন্ট মিলবে। প্রয়োজনে এখান থেকে জামাকাপড়, বই, খেলনা, বিউটি প্রোডাক্ট ইত্যাদি কেনাও যেতে পারে।
পুরোনো জামাকাপড় সহজে বিক্রি হবে এই 4টি ওয়েবসাইটের মাধ্যমেও
১. Refashioner: এই ওয়েবসাইট থেকে পুরোনো জামাকাপড়ের পাশাপাশি ব্যাগ, জুতো ইত্যাদি ফ্যাশন আইটেম ও বিভিন্ন বিউটি প্রোডাক্ট-প্রসাধনী বেচা-কেনা করা যায়। এমনকি এতে সেলিব্রিটিদের ব্যবহৃত জামাকাপড় বিকিকিনির বিকল্পও আছে। এছাড়া ওয়েবসাইটটি ক্রেতা বা বিক্রেতার সঙ্গে সরাসরি দরদামের সুবিধাও দেয়।
২. Spoyl: পুরোনো জামাকাপড় কেনাবেচার জন্য আপনি এই ওয়েবসাইটটিও কাজে লাগাতে পারেন। এতে আগের ওয়েবসাইটটির অনুরূপ যাবতীয় সুবিধা পাওয়া যায়।
৩. Elanic: বাড়িতে জমে থাকা গুচ্ছের পুরোনো জামাকাপড় এই ওয়েবসাইটের মাধ্যমেও বিক্রি করতে পারবেন। চাইলে এতে পুরোনো পোশাক (বিশেষত সেলিব্রিটিদের) কেনাও যেতে পারে – তাও আবার দরদাম করে।
৪. Etashee: শুধুমাত্র ফ্যাশন আইটেম কেনাবেচা করার জন্য এই ওয়েবসাইটটি ভালো বিকল্প। এর মাধ্যমে নিজের ব্যবহৃত জামাকাপড় বিক্রি করা যাবে, আবার অন্যের পুরোনো জামাকাপড় দরদাম করে কেনাও যাবে।