এই কাজ না করলে 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে অনলাইন পেমেন্ট, তাড়াতাড়ি করুন

By :  techgup
Update: 2023-12-18 07:32 GMT

চারিদিকে ইউপিআই ট্রানজ্যাকশনের বার-বাড়ন্তের ফলে অনলাইন স্ক্যাম অনেক বেড়ে গেছে। যে কারণে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) একটি বড়সড়ো পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সংস্থাটি জানিয়েছে যে, যদি কোনো ব্যবহারকারী বিগত এক বছর ইউপিআই আইডি ব্যবহার না করে থাকেন, তাহলে আগামী ৩১ শে ডিসেম্বর সেই অব্যবহৃত আইডি ব্লক করা হবে। এই নির্দেশিকা Google Pay, PhonePe এবং Paytm-এর মতো প্ল্যাটফর্ম গুলিকেও প্রভাবিত করবে।

প্রকৃতপক্ষে, গুগল পে, ফোন পে এবং পেটিএম-এর মতো প্ল্যাটফর্মগুলি অনলাইনে টাকা পাঠানোর জন্য ইউপিআই আইডির ব্যবহার করে থাকে, যেটি ব্যক্তির রেজিস্টার্ড মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা থাকে। আর অনেক সময় একটি মোবাইল নম্বরের সাথে একাধিক ইউপিআই আইডি যুক্ত থাকে, কিন্তু সেই আইডি আর ব্যবহার করা হয় না। ফলে, এই অব্যবহৃত ইউপিআই আইডি থেকে প্রতারণার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়।

আইডি ব্লক এড়ানোর জন্য কি করবেন?

আপনি যদি পুরনো নিষ্ক্রিয় আইডি বন্ধ করতে না চান, তাহলে আপনাকে ৩১ শে ডিসেম্বরের আগে ইউপিআই আইডির মাধ্যমে ট্রানজ্যাকশন করে আইডি সক্রিয় করে তুলতে হবে।

পুরনো ইউপিআই আইডি কেন বন্ধ করা হচ্ছে?

এনপিসিআই এর রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা পুরনো ইউপিআই আইডি বন্ধ না করেই নতুন মোবাইলে নতুন ইউপিআই আইডির সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে থাকে।

ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই এনপিসিআই-এর উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে বলেছে যে, সমস্ত ব্যাঙ্ক এবং থার্ড পার্টি অ্যাপগুলি যেন শীঘ্রই ইউপিআই আইডি নিষ্ক্রিয় করা শুরু করে। কারণ, নিষ্ক্রিয় ইউপিআই আইডি দিয়ে জালিয়াতির সম্ভাবনা অনেক বেশি। এমতাবস্থায়, এনপিসিআই আগামী ৩১ ডিসেম্বর থেকে এই ধরনের নিষ্ক্রিয় আইডিগুলি ব্লক করার নির্দেশ দিয়েছে।

Tags:    

Similar News