Nubia Z40 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 1 প্রসেসর ও 16 জিবি র‌্যামের সাথে আসছে

By :  SHUVRO
Update: 2022-02-09 05:52 GMT

জেডটিই-এর নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে Nubia Z40 চলতি মাসেই লঞ্চ হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। হ্যান্ডসেটটির আত্মপ্রকাশের সময়সীমা এবং স্পেসিফিকেশনগুলির ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছে। আর এখন Nubia Z40 বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম Geekbench-এ হাজির হয়েছে। গিকবেঞ্চের লিস্টিং থেকে ডিভাইসটির সম্পর্কে কয়েকটি তথ্য সামনে এসেছে।

ZTE Nubia Z40 Geekbench

Nubia Z40-এর মডেল নম্বর ZTE NX701J। গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে সেটি যথাক্রমে ১২২৮ ও ৩৩৭৯ পয়েন্ট পেয়েছে। প্রত্যাশামতোই এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট দেওয়া হয়েছে। ক্লাস্টারের তথ্য দেখে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়। Nubia Z40-এ ১৪.৮০ জিবি র‌্যাম রয়েছে। অর্থাৎ ফ্ল্যাগশিপ ডিভাইসটির ১৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের বেঞ্চমার্কিং হয়েছে৷ এটি অ্যান্ড্রয়েড ১২-এর সাথে আসবে।

উল্লেখ্য, ZTE Nubia Z40 এক নতুন এরোস্পেস গ্রেড হিট ডিসিপেশন সিস্টেমের সঙ্গে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এছাড়া, গত বছরের Nubia Z30-এর মতো এতে ভাল চার্জিং স্পিড ও দুর্দান্ত ক্যামেরা থাকবে বলে আশা করা যায়।

এদিকে সংস্থার গেমিং-ফ্ল্যাগশিপ Red Magic 7 সিরিজ ১৭ ফেব্রুয়ারি চীনে আত্মপ্রকাশ করছে। গতকাল এ বিষয়ে নিশ্চিতবার্তা মিলেছে। অনুমান, এই লাইনআপের Red Magic 7ও Redmi Magic 7 Pro বিশ্বের প্রথম ১৬৫ ফাস্ট চার্জিংয়ের সমর্থনযুক্ত স্মার্টফোন হিসেবে লঞ্চ হতে পারে।

Similar News