ইতালিয়ান সংস্থার সাথে হাত মেলাল Okinawa, ভারত সহ বিশ্বজুড়ে শক্তিশালী ইলেকট্রিক বাইক ও স্কুটার লঞ্চ করবে
অত্যাধুনিক মোটরসাইকেল ও স্কুটারের জন্য ইতালিয়ান সংস্থাগুলির খ্যাতি বিশ্বজুড়ে। এবার সে দেশেরই জনপ্রিয় ইলেকট্রিক হাইপারফরম্যান্স বাইক নির্মাতা টাসিটা (Tacita)-র সঙ্গে হাত মেলানোর ঘোষণা করল ভারতের শীর্ষস্থানীয় ইভি ব্র্যান্ড ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)। ২০২৩-এর মধ্যে একটি যৌথ সংস্থা বা জয়েন্ট ভেঞ্চার গঠনের মাধ্যমে ভারতের মাটিতে অত্যন্ত আধুনিক ডিজাইন ও প্রযুক্তি সহযোগে বৈদ্যুতিক স্কুটার ও বাইক নির্মাণ করবে বলে জানিয়েছে টাসিটা এবং ওকিনাওয়া।
সংস্থাদ্বয়ের তৈরি হাই-পারফরম্যান্স ইলেকট্রিক টু-হুইলার ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হবে। ওকিনাওয়ার উচ্চ কর্মদক্ষতাসম্পন্ন বৈদ্যুতিক দু’চাকার গাড়িগুলির সাথে সংযুক্ত থাকবে অত্যাধুনিক কানেক্টিভিটি সিস্টেম। এই জোটের ফলে বৈদ্যুতিক গাড়ির বাজারে উভয়ের স্থান আরও শক্তপোক্ত হবে বলে আশাবাদী তারা।
ওকিনাওয়ার দাবি, এই জোটের ফলে ভবিষ্যতে বাজারে আসতে চলা তাদের পণ্যগুলির স্থানীয়ভাবে উন্নয়ন করা সম্ভব হবে ইলেকট্রিক টু-হুইলারের পাওয়ারট্রেন সরবরাহ করবে টাসিটা। কন্ট্রোলার, ইলেকট্রিক মোটর, ব্যাটারি প্যাক, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম- সহ অন্যান্য সরঞ্জাম সরবরাহ করবে ইতালিয়ান সংস্থাটি। এমনকি এগুলির ডিজাইনও করবে তারা। টাসিটার দাবি, অত্যন্ত ঠান্ডা, গরম, সব ধরনের পরিবেশে সেগুলির পরীক্ষা করা হয়েছে। বিগত দশ বছর ধরে চলেছে ডেভেলপমেন্ট। তাও ভারতীয় আবহাওয়ায় এর কার্যকারিতা দুই সংস্থার বিশেষজ্ঞরা যৌথভাবে খতিয়ে দেখবে।
ওকিনাওয়া অটোটেকের কর্ণধার জিতেন্দর শর্মা বলেন, “আমরা এই জোটের মাধ্যমে সমন্বয় প্রভাব তৈরি করতে চলেছি, যাতে বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি এগিয়ে নিয়ে যেতে পারি।” শর্মা টাসিটার পণ্য সম্পর্কে জানান, “তাদের ফিউচারিস্টিক প্রযুক্তি আমাদের বিদ্যমান প্রোডাক্ট রেঞ্জ আরও বাড়াতে এবং জোরদার করতে সহায়তা করবে।”