OnePlus-এর প্রথম ফোল্ডেবল ফোনের ডিজাইনের সাথে মিল থাকবে Oppo Find N-এর

Update: 2022-04-09 16:33 GMT

Samsung, Motorola, Huawei অনেক আগে থেকেই ফোল্ডেবল ফোন বাজারে আনছে।‌ যদিও চীনা স্মার্টফোন ব্র্যান্ড, Xiaomi, Oppo-ও গতবছর থেকে এই তালিকায় নাম লিখিয়েছে। আরেক চীনা ব্র্যান্ড, Vivo-ও আগামী ১১ এপ্রিল তাদের প্রথম ফোল্ডেবল Vivo X Fold লঞ্চ করতে চলেছে। আবার শোনা যাচ্ছে OnePlus আগামী কয়েক মাসের মধ্যে একটি ফোল্ডিং ডিজাইনের ফোন বাজারে আনবে। তবে এই ফোনটি কোনো নতুন ডিজাইন অফার করবে না। OnePlus Foldable ফোনটি Oppo Find N এর রিব্যাজড ভার্সন হবে বলে জনপ্রিয় এক টিপস্টার দাবি করেছেন।

OnePlus Foldable ফোন শীঘ্রই আসছে

টিপস্টার, যোগেশ ব্রার দাবি করেছেন যে, ওয়ানপ্লাস তাদের প্রথম ফোল্ডেবল ফোনের উপর থেকে কাজ করছে। এই ফোনটি আগামী কয়েক মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে। এছাড়া এই ফোল্ডেবল ফোনের ডিজাইন ওপ্পো-র প্রথম ফোল্ডিং ফোন, Oppo Find N এর মতো হতে পারে। যদিও ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি ওপ্পো-র এই ফোনটি আপাতত চীনে লঞ্চ হয়েছে। এই ফোনের দাম শুরু হয়েছে ৭,৬৯৯ ইউয়ান (প্রায় ৯২,১০০ টাকা) থেকে। এই ফোনের বাইরের দিকে একটি ৫.৪৯ ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। ভেতরের দিকে অর্থাৎ ফোল্ডিং ডিসপ্লে হিসেবে উপস্থিত ‘Oppo Serene’ স্ক্রিন, সম্পূর্ণ খোলা অবস্থায় যার পরিমাপ ৭.১ ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য Oppo Find N ফোনে ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত।

এছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য বাইরের দিকে একটি ৪২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ভিতরের স্ক্রিনে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৩৩ ওয়াট SuperVOOC ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে ১৫ ওয়াট AirVOOC ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

Tags:    

Similar News